কর্ণফুলী উপজেলায় টিসিবি’র পণ্য বিক্রি শুরু, কার্ডধারী নিম্ন আয়ের পরিবার পাবে এই পণ্য
কর্ণফুলী উপজেলায় টিসিবি’র পণ্য বিক্রি শুরু, কার্ডধারী নিম্ন আয়ের পরিবার পাবে এই পণ্য
কর্ণফুলী উপজেলা প্রতিনিধিঃ
পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশের ন্যায় কর্ণফুলীতেও ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু হয়েছে। দুই দফায় ৭ হাজার ৬৪৭টি নিম্ন আয়ের পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের ভিত্তিতে এসব পণ্য বিক্রয় করা হবে। গতকাল রবিবার (২০মার্চ) সকাল ১০টা থেকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাটে কার্ডধারীদের মাঝে নিত্যপণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) শিরীন আক্তার, শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর প্রমুখ।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা বলেন, প্রথম দিন শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাটে ১হাজার কার্ডধারীদের মাঝে নিত্যপণ্য সামগ্রী বিক্রয় করা হয়। উপজেলায় মোট ৭হাজার ৬৪৭ পরিবারের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। কার্ডধারী প্রতিটি পরিবার ৫৫ টাকা দরে ২কেজি চিনি, ৬৫ টাকা দরে ২কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ কেজি সয়াবিন তেল কিনতে পারবেন।