স্টিল মিলস নতুন বাজারে ফুলকলি’র শো-রুম হতে যাচ্ছে
স্টিল মিলস নতুন বাজারে ফুলকলি’র শো-রুম হতে যাচ্ছে
পতেঙ্গা থানা প্রতিনিধিঃ
নগরির পতেঙ্গা থানার সন্নিকটে ঐতিহ্য মিষ্টান প্রতিষ্ঠান ফুলকলি’র শো-রুম শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে। সেই লক্ষে আজ (২১মার্চ) সোমবার সকাল সাড়ে ১০টায় দোকানের সজ্জিত করণে দোয়া মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভার প্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ, ফুলকলি‘র জেনারেল ম্যানেজার (জি.এম) এম. এ ছবুর, পরিচালক মোঃ ফরিদ আহম্মদ, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মোঃ ওয়াহিদ হাসান, ফুলকলি‘র পরিদর্শক মোঃ লোকমান হোসেন, স্টিল মিলস বাজারের পুরাতন ব্যবসায়ী মোঃ আলী সওদার সহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের গুনগত মান বজায় রেখে ফুলকলি অত্র পতেঙ্গা অঞ্চলে ভোক্তাদের ভালো মানের মিষ্টান্ন খাবার পৌছাতে সর্বদা প্রস্তুত থাকবেন বলে জানায়। পরিশেষে বিশেষ দোয়া-মুনাজাত ও মিষ্টান্ন বিতরণ করে প্রতিষ্ঠানে সজ্জিত কাজ শুরু হয়।