চট্টগ্রামের পটিয়া উপজেলায় ৩দিন ব্যাপী “পটিয়া উৎসব”র উদ্বোধন করলেন—স্বরাষ্ট্রমন্ত্রী
হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
শেখ হাসিনার নেতৃত্বে বিপর্যস্ত বাংলাদেশ আজ বিশ্বের মধ্যে রোল মডেল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশ আজ মাথা উচু করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (২২মার্চ) দুপুরে পটিয়া আদর্শ স্কুল মাঠে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে পটিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৩দিন ব্যাপি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, যারা রাজনৈতিক উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে ও অতন্ত সুপরিকল্পিত ভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে-তারাই বাংলাদেশের চেতনাকে নষ্ট করতে চায়। বাংলাদেশকে হত্যা করতে চায়। মন্ত্রী বলেন, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনোদিন হৃদয় থেকে মোছা যাবে না। তাকে খাটো করতে পারবে না। তাকে হৃদয়ে ধারণ করি, তার আদর্শ হৃদয়ে ধারণ করি বলেই আমরা এগিয়ে যাচ্ছি।

পটিয়া উৎসবের প্রথম দিন ৩২জনকে মরণোত্তর স্বর্ণপদক দেয়া হয়েছে৷ মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পটিয়া উৎসবের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গির, অতিরিক্ত পুলিশ সুপার আবরাজুল হক টুটুল, পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, এস্যিলান্ড রাজিব হোসেন, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার, ওসি তদন্ত রাশেদুল ইসলাম, আ.ক.ম সামসুজ্জমান চৌধুরী, সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরন চৌধুরী, পটিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল করিম চৌধুরী শারুন, পৌর কাউন্সিলর সহ উপজেলার সকল চেয়ারম্যান ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আঃলীগ, স্বেচছাসেবক লীগ সহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ