সীতাকুণ্ডে ঋণের বোঝা বইতে না পেরে এক ব্যবসায়ীর আত্মহত্যা
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঋণের বোঝা বইতে না পেরে গাছের ঢালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মোঃ হাসান(৪১) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী। মঙ্গলবার (২২মার্চ) সকালে মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ হাসান এনজিও থেকে ঋণ নিয়ে একটি ভ্যানে করে দোকানে-দোকানে মাল বিক্রি করতেন।

কিন্তু বিগত বছর দুয়েক ঋণে জর্জরিত হয়ে পড়েন তিনি। তবে কিস্তির টাকা পরিশোধের জন্য এনজিও কর্মীদের চাপাচাপির কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবার ও স্থানীয়রা জানায়। বিষয়টি নিশ্চিত করেছেন ৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহার।সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, অতিরিক্ত ঋণের বোঝা সইতে না পেরে ঐ ব্যক্তি আত্মহত্যা করেন বলে জানতে পেরেছি। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ