সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে একদিনের ব্যবধানে আরো একটি মৃতদেহ উদ্ধার
আবদুল মামুন, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকূল থেকে নুরুল আবছার লাভলু(৩৬) নামে আরো একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।এনিয়ে একদিনের ব্যবধানে একই জায়গা থেকে ২টি মৃতদেহ উদ্ধার করা হলো। মঙ্গলবার(২২ মার্চ) সকালে ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকূলে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাউছিয়া কমিটির টিম ও নৌ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। নুরুল আবছার লাভলুর বাড়ী মীরসরাই উপজেলার দক্ষিণ ভূঁইয়া গ্রামে। তিনি পতেঙ্গায় ডুবে যাওয়া লাইটার জাহাজ এম ভি টিটু ১৪তে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ একরামউল্লাহ। উল্লেখ্য,গত ১৯ মার্চ (শনিবার) ভোরে বঙ্গোপসাগরের পতেঙ্গায় বালুবাহী ড্রেজারের ধাক্কায় ডুবে যাওয়া লাইটার জাহাজের নিখোঁজ ৪জনের মধ্যে মোঃ হানিফ শেখ নামে একজনের মৃতদেহ সোমবার ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকূল থেকে উদ্ধার করা হয়। একই জায়গা থেকে মঙ্গলবার সকালে সমুদ্রে ভেসে আসা আরেকটি মৃতদেহ উদ্ধার করা হয়। ২টি মৃতদেহই উদ্ধার কাজে সহায়তা করেন গাউছিয়া কমিটি ভাটিয়ারী ইউনিয়ন শাখার মানবিক টিম। এসময় উপস্থিত ছিলেন, টিম লিডার সাংবাদিক মামুনুর রশিদ, মোহাম্মদ আলী আকবর, মোহাম্মদ নুরউদ্দীন, মোহাম্মদ তসলিম, জিকু, সাইফুল, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ তৈয়ব আলী, মোহাম্মদ মাসুদসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ