বঙ্গবন্ধু ও মাদার তেরেসা আজীবন মানবকল্যাণে নিজেদের উৎসর্গ করেছেন
হোসেন মিন্টুঃ
মাদার তেরেসা ফাউন্ডেশনের উদ্যোগে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আজ বিকাল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক ফরিদা আকতার পুষ্প এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি প্রধান অতিথি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউআরজিসি’র বাংলাদেশ গ্লোবাল অ্যাম্বাসেডর মতিউর রহমান সৌরভ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এমপি নজরুল বলেন-বাঙালির স্বাধীনতা ও মুক্তির জন্য বঙ্গবন্ধু আজীবন এবং আর্ত মানবতার সেবা ও কল্যাণে মাদার তেরেসা আজীবন নিজেদের উৎসর্গ করেছেন। এই দুই মহামনীষীর আদর্শকে ধারণ করে মানবকল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। এতে সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, শানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. শাহাব উদ্দিন, অক্সফোর্ড মডার্ন স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন, মানবতাবাদী সংগঠক লায়ন শামসুজ্জামান সুমন। লায়ন মোখলেছার রহমান, লায়ন খন্দকার কচির উদ্দিন, লায়ন পণ্ডিত সুমন চক্রবর্ত্তী, গবেষক বিপ্লব আচার্য্য। দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী জয়া চৌধুরী, সৈয়দা সাহানা আরা বেগম, লাকী আকতার, মাছুমা কামাল আখি, রিমন মহুরী, স্বাধীন বর্মন, নুর জামাল চৌধুরী, মোঃ ওমর ফারুক, বাচ্চু মিয়া, মোঃ নুরুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ