সীতাকুণ্ডে শিশু ছেলের মৃত্যুর শোকে মায়ের আত্মহত্যা
সীতাকুণ্ডে শিশু ছেলের মৃত্যুর শোকে মায়ের আত্মহত্যা
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শিশু ছেলের মৃত্যুর শোকে নিলুফার ইয়াসমিন কলি(৩১) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। বুধবার(২৩মার্চ) ভোর রাত ৪টা থেকে ৬ টার দিকে উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের পেশকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিলুফার ইয়াছমিন কলি ঐ এলাকার মোঃ ফারুকের স্ত্রী।
জানা যায়, গত ২মাস আগে মোঃ ফারুকও নিলুফার ইয়াছমিন কলির ৬মাস বয়সী শিশু ছেলে মুসা রোগাক্রান্ত হয়ে মারা যায়। ছেলের মৃত্যুতে মা নিলুফার ইয়াছমিন কলি মানসিকভাবে ভেঙে পড়ে।ছেলের মৃত্যুর শোকে মোঃ ফারুকের স্ত্রী নিলুফার ইয়াসমিন কলি আত্মহত্যা করে বলে জানা যায়। সে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ছেলের শোকে এ গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই এলাকায় একদিনের ব্যবধানে ২টি আত্মহত্যার ঘটনা ঘটলো।