উৎসব মুখর পরিবেশে সীতাকুণ্ডে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শনিবার (২৬মার্চ) উপজেলা চত্বরে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আশরাফুল আলম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম। এছাড়াও পুষ্পমাল্য অর্পণ করেন সীতাকুণ্ড মডেল থানা, সীতাকুণ্ড প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, আঃলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে প্যারেড মাঠে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।

দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্ব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আঃলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আঃলীগের কার্যকরী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। উপজেলা সমবায় অফিসার মোঃ শহীদ ভূইয়া ও সমাজসেবা অফিসার লুৎফুন্নেসা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আশরাফুল আলম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন, সীতাকুণ্ড পৌরসভার মেয়র ও পৌর আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরউদ্দীন রাশেদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: নুরুল আলম দুলালসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের কে সংবর্ধণা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ