সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিয়ের চার বছরের মাথায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছে আমেনা বেগম(২৫) নামে এক গৃহবধূ।

শুক্রবার(২৫মার্চ) রাত ২টার সময় উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এম এম জুট মিলসের জাছাই কলোনীতে এঘটনা ঘটে।পুলিশ শনিবার ভোরে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।জানা যায়, পরিবারের অমতে প্রেমের সম্পর্কে চার বছর আগে সন্দ্বীপের মগধরা এলাকার জামাল উদ্দীনের কন্যা আমেনা বেগম কে বিয়ে করে জামালপুরের রাসেল। বিয়ের পর তারা জামালপুরেই বসবাস করতো। গত ১৫/২০ দিন আগে তারা বাঁশবাড়িয়া কট্টাবাজার এম এম জুট মিলসের জাছায় কলোনীর নুর উদ্দীনের ভাড়া বাসায় উঠে। তাদের ঘরে দুই বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। শুক্রবার রাত ২টার সময় তাদের শিশু ছেলের কান্নার আওয়াজ শুনে পাশের ঘরের মহিলা বের হয়ে দেখেন ঘরের দরজায় বাহির থেকে তালা দেওয়া। এসময় প্রতিবেশী লোকজন ঘরের তালা ভেঙ্গে দরজা খুলে দেখতে পান মা আমেনা বেগমের মৃতদেহের পাশে বসে কান্না করছে শিশুটি।বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি থানাকে অবহিত করলে ভোরে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। ধারণা করা হচ্ছে স্বামী রাসেল তার স্ত্রী আমেনা বেগম কে রাতের কোন এক সময়ে শ্বাসরুদ্ধে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুল করিম ও সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ওসি(তদন্ত) সুমন বণিক। এব্যাপারে এএসপি আশরাফুল করিম জানান, পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে শ্বাসরুদ্ধে হত্যা করে পালিয়ে যায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ