চট্টগ্রাম নগরীর বন্দর-ইপিজেড ও পতেঙ্গায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন
হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা দিবসের ৫১তম দিবসে উদযাপনে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বন্দর, ইপিজেড, পতেঙ্গায় ও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন বন্দর স্কুল এন্ড কলেজ মাঠে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় এই দিবস পালন করতে দেখা গেছে। সকালে কলতান সংঘ, বন্দর কর্মচারী লীগ, সিবিএ এবং বন্দর ক্রীড়া স্পোটস সমিতি শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের এস.এস. সি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সভা ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে ২০২১ সালের এস.এস. সি পরীক্ষায় জিপিএ ৫ (এ+প্রাপ্ত) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষক শিঃরন্জন ঘোষাল সরকারের সঞ্চালনায়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, সদস্য মোঃ নুরুল বশর, সিনিয়র শিক্ষক মোঃ ফজল করিম, শিক্ষক ওসমান গনি। অনুষ্ঠানে অভিভাবক মন্ডলী, শিক্ষক-শিক্ষীকা এবং ছাত্র-ছাত্রীগন উপস্থিত ছিলেন।সকালে স্বাধীনতা দিবসের র‌্যালী ও শহীদ স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

৩৯নং ওয়ার্ড বর্ণাঢ্য র‌্যালি, বি ইউনিট আঃলীগ নেতা মোঃ সোহেল আমিনের নেতৃত্বে মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য র‌্যালী বন্দরটিলা তালতলা থেকে শুরু হয়ে সিইপিজেড হয়ে শহীদ মিনারেএসে শেষ হয়। একই ভাবে যুবলীগ নেতা মো হারুনের নেতৃত্বে ও বিশাল এক র‌্যালী সিমেন্ট ক্রসিং থেকে বন্দরটিলা ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ৪০নং ওয়ার্ডে মহান স্বাধীনতা দিবসের ৫১তম দিবস উদযাপনে কাউন্সিলরের নেতৃত্বে র‌্যালি সহকারে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্টিল মিল শহীদ মিনারে। এছাড়া ওয়ার্ড আঃলীগ- যুবলীগ-ছাত্রলীগ, মহিলা আঃলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নেন। একই দিন নগরীর দক্ষিণ পতেঙ্গায় ৪১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ছালেহ আহম্মদ চৌধুরীর নেতৃত্বে আঃলীগ, যুবলীগ-ছাত্রলীগ, মহিলা আঃলীগ, শ্রমিক লীগ এবং মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম চসিক বালিকা বিদ্যালয়ে পৃথক পৃথক কর্মসূচি করে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেন। এসময় সাবেক কাউন্সিলর হাজী জয়নাল আবেদীন কে ও কর্মসূচিতে অংশ নিতে দেখা যাই। এছাড়া আলোর পথে-যুব সাহিত্য ফোরামের সম্পাদক ও সাংবাদিক মোঃ বাবুল হোসেন (বাবলা)’র পরিচালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন সংগঠক মোঃ ইলিয়াছ, সম্যক প্রচেষ্টার মোঃ রুহুল আমিন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আবুল মুহিত, মমতা স্কুলের প্রধান শিক্ষীকা শাহীনা বেগম, সহকারী শিক্ষক এস, এম আজাদ, সী ডেফোডিল স্কুলের পরিচালক মোঃ মুনসুর আলী, নিউরন কোচিং সেন্টারের মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ