আকাশ সাত দিনের রিমান্ডে টিপু ও প্রীতি হত্যার আসামি
ঢাকা জেলা প্রতিনিধিঃ
মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার মাসুম মোহাম্মদ ওরফে আকাশের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন সিকদার সোমবার আকাশকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চান। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোঃ তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আকাশ নির্বিচারে গুলি চালিয়ে টিপু ও প্রীতিকে হত্যার কথা স্বীকার করেছে। তাই এই হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। তবে আকাশ হত্যাকাণ্ডে জড়িত ছিলনা বলে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আকাশের আইনজীবী শাহনেওয়াজ বেগম রনি বলেন, তিনি হাঁটতে পারছেন না। হেলমেট পরা দুই পুলিশ সদস্য তাকে আদালতে নিয়ে আসেন। আদালতে ঠিকমতো দাঁড়াতে পারেননি তিনি। তাই তাকে বসার জন্য একটি টুল দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ