জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা’র শুভ উদ্বোধন
হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং এস.এস ট্রেডিং এর পৃষ্ঠপোষকতায় এস.এস ট্রেডিং ৩২তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা ২৮ মার্চ সকাল ৮ টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। বিকাল ৩:৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, স্পন্সর প্রতিষ্ঠান এস.এস. ট্রেডিং এর পরিচালক আফরানুল ইসলাম, ফেডারেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম, ফেডারেশনের সহ: সাধারণ সম্পাদক ও স্টিয়ারিং কমিটির সদস্য সচিব এস.এম খালেকুজ্জামান স্বপন। সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ও ফেডারেশনের সহ-সভাপতি আ.ন.ম. ওয়াহিদ দুলাল।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিজেকেএস সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী ও আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিডিএফএ এর সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মোঃ মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, প্রধান সমন্বয়কারী ও সিজেকেএস হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদ, সিজেকেএস নির্বাহী সদস্য অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোহাম্মদ শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, মো: দিদারুল আলম, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো: হারুন আল রশীদ, রেখা আলম চৌধুরী, রেজিয়া বেগম ছবি, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, মাহমুদুর রহমান মাহবুব, আকতারুজ্জামান, লোকমান হাকিম মো: ইব্রাহীম, মো: এনামুল হক, রায়হান উদ্দিন রুবেল, সাইফুল্লাহ চৌধুরী, আব্দুর রশিদ লোকমান, আঞ্জুমান আরা বেগম, সৈয়দ নূর নবী লিটন, এ্যাড. শাহবাজ মুনতাসির চৌধুরী, আলী হাসান রাজু, কাজী মো: জসিম উদ্দিন, জাহেদ হোসেন, এস.এম. ইকবাল মোর্শেদ, সিজেকেএস হ্যান্ডবল কমিটির কর্মকর্তাবৃন্দ, সাংগঠনিক কমিটি, বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ। খেলার ফলাফল, ঢাকা-৩৩ বনাম ঠাকুরগাঁও- ৮/২. চট্টগ্রাম- ৩০ বনাম লালমনিরহাট- ৪/৩. বাংলাদেশ পুলিশ-৫২ বনাম জয়পুরহাট-১৪/৪. বর্ডারগার্ড বাংলাদেশ-৪৯ বনাম হবিগঞ্জ- ১৩/৫. পটুয়াখালী-১৬ বনাম হবিগঞ্জ-৪/৬. কুষ্টিয়া-৩১ বনাম দিনাজপুর-১৭/৭. বান্দরবান- ৩৭ বনাম ফেনী-৪/৮. চাপাইনবাবগঞ্জ-২৬ বনাম সুনামগঞ্জ-১৫/৯. বাংলাদেশ আনসার-৩৪ বনাম জামালপুর- ১৬।

নিউজটি শেয়ার করুনঃ