বেনাপোল বন্দর দখল নিয়ে বোমা বর্ষণ পণ্য ওঠানামা বন্ধ আহত ১০
যশোর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের সর্ববৃহৎ ও প্রধান স্থল বন্দর যশোরের বেনাপোল বন্দর দখল নিয়ে আবারো দু’গ্রুপের মধ্যে শতাধিক বোমা বর্ষণের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে ১০ জন। ঘটনার পর থেকে বেনাপোল স্থলবন্দরে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গুরুতর আহত ৪জনকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে ও বাকি ৬ জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল বন্দরে সামনে ও বন্দরের ভিতর এ বোমা বর্ষের ঘটনা ঘটে। বন্দরের একাধিক সূত্রগুলো জানিয়েছে, বেনাপোল পৌর কাউন্সিলর রাশেদ ও বর্তমান বন্দরের ইজারাদার শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান ওহিদের মধ্যে বন্দর দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এর আগেও এই বন্দর দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ঐঘটনায় উভয় পক্ষের মধ্যে নিহত ও আহতের ঘটনায় ঘটেছিল। তারই সূত্র ধরে আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে পৌর কাউন্সিলর রাশেদুল ইসলাম তার লোকজন নিয়ে বোমাবর্ষণের মাধ্যমে বন্দরের দখল নেয়ার চেষ্টা করে। এ সময়ে অহিদুজ্জামান ওহিদের লোকজনও পাল্টাপাল্টি ধাওয়া করে কাউন্সিলর রাশেদুল ইসলামের লোকজনকে।

নিউজটি শেয়ার করুনঃ