একদিনে ছয়টি নরমাল ডেলিভারি করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
বাংলাদেশে প্রতিনিয়তই যখন সিজারিয়ান সেশকনে সন্তান জন্মদানের হার বাড়ছে, সেই মুহুর্তেই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত সোমবার(২৮মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার ঘণ্টায় ছয়জন প্রসূতি মা স্বাভাবিক ভাবে সন্তান প্রসব করেছেন। এখানে প্রতিনিয়তই হচ্ছে নরমাল ডেলিভারি। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপর সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি নবজাতকের মৃত্যুর হারও কমেছে অনেকটা। এদিকে গত জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত এই তিনমাসে ২৩০ টি নরমাল ডেলিভারি হয়েছে।

একদিনে ছয়টি সন্তান প্রসব করেন যথাক্রমে উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট এলাকার রোকেয়া বেগম, ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের বড়দারোগার হাট এলাকার নার্জিন সুলতানা, শারমিন আক্তার, ১নং সৈয়দপুর ইউনিয়নের শেখের হাট এলাকার সাগরিকা রানী, ফকিরহাট এলাকার নিপা আক্তার এবং ৭নং কুমিরা ইউনিয়ন এলাকার শাকী আক্তার তারা সিজারিয়ান অপারেশনের জন্য মানসিকভাবে পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছেন, কিন্তু বাঁধ সাধলেন হাসপাতালে এসে।ডাক্তার ও নার্স যাবতীয় চেকআপ করে জানালেন নরমালে সন্তান প্রসবের সব সম্ভাবনা রয়েছে তাদের। দুপুরে নরমালে ফুটফুটে সন্তানের জন্ম দেন তারা। নবজাতকের মুখ দেখে পরিবারে যেন আনন্দের সীমা নেই। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরউদ্দীন রাশেদ জানান, নরমাল ডেলিভারি হতে হলে মা কে শুরুতেই আশ্বস্ত করতে হয়। আমাদের কাছে আসা প্রসূতিকে শুরুতেই আমরা বোঝানোর চেষ্টা করি যে কোনো সমস্যায় আমরা আপনার পাশে আছি।

নিউজটি শেয়ার করুনঃ