হৃদয়ের রক্তক্ষরণ—সুমন জিয়াউর রহমান
প্রকাশঃ ৩১ মার্চ ২০২২ | ১১:১৫
হৃদয়ের রক্তক্ষরণ
সুমন জিয়াউর রহমান
হৃদয়ের রক্তক্ষরণ এভাবেই চলবে
গহীনের কষ্টগুলো একদিন বিদ্রোহী হবে।
পৃথিবীর বিচ্ছিন্ন প্রতিবাদগুলো
সব একত্রিত হবে।
তীব্র কম্পন হবে
পদ্মা মেঘনা আর যমুনার বিশাল জলরাশি
গতিপথ বদলাবে।
প্লাবিত হবে রাক্ষসপুরি
ভেসে যাবে রাক্ষসের আঁতুড়ঘর।
ওদের বস্ত্রহরণ হবে
পশম ঝড়া কুকুরের মত বিবর্ণ হবে ওরা।
চায়ের কেটলির উত্তপ্ত জলে
ওরা ঝলসে যাবে, ওদের পতন হবে।
নেরি কুকুরের পিঠ ঝলসে দিলে তো প্রতিবাদ করি
কোনও প্রতিবাদও থাকবে না তখন।
একদিন সুনীল আবার নীল ছড়াবে
হাসবে পৃথিবী, হাসবে মানুষ!
দৈনিক নব দেশ বার্তা / কবিতা