রমজানের শুরুতেই বাজার অস্থির “জরুরী মনিটরিং প্রয়োজন”
হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
বেশ কিছু পণ্যতে মূল্য বেড়েছে ৪০-৪৫% পর্যন্ত, সরকার প্রধানের কাছে বাজার পরিস্থিতির সঠিক তথ্য যাচ্ছে না, আর পরিবার পরিচয় কার্ড নিয়ে টিসিবি’র পন্য কিনতে তেমন সাড়া নেই। রমজানের শুরুতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্যোগ প্রকাশ করেছেন ক্যাব নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সারা বিশ্বে রোজা আসলে নিত্যপণ্যে মূল্য ছাড় দেয়া হলেও আমাদের দেশে ঠিক উল্টো। দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে সাধারণ মুসলমানরা যাতে রোজা রাখতে পারেন, সেহেরি-ইফতার করতে পারেন, সেদিকে মানবিক দৃষ্টি কামনা করে এই একমাস অতিরিক্ত মুনাফা না করে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির মাধ্যমে সংযমের শিক্ষা গ্রহণের আহবান জানিয়েছেন গাউছিয়া কমিটি সহ সচেতন মহল, ভোক্তা সাধারণ, নাগরিক সমাজ, সু-শীল সমাজের প্রতিনিধিরা।
একই সাথে বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংকট যেন না ঘটে সেদিকে বিশেষ নজর দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

এদিকে আজ সকালে (২এপ্রিল) শনিবার চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি কাচাঁবাজার ঘুরে জানা গেছে, গতকালের দামের চেয়ে আজকের বাজার পরিস্থিতি খুবই নাজুক। প্রতিটি জিনেস প্রায় ১০-২০/৩০টাকা বাড়িয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে। যে শসা গতকাল ছিল ৩০টাকা কেজি তা আজ বিক্রি করছে ৭০-৮০টাকা, বেগুন, টমেটো, কাচাঁ মরিচ, ধনে পাতা এবং বয়েলার মরুগী ১০-২০ টাকা কেজিপ্রতি, গরুর গোস্ত ৩০-৫০টাকা এবং প্রতি কেজি মাছের দাম ৪০-৬০টাকা বেশীদামে বিক্রির তীব্র অভিযোগ পাওয়া গেছে। নগরীর পতেঙ্গা স্টিল মিলস বাজার, কাটগড় বাজার, সিমেন্ট ক্রসিং বাজার, বন্দরটিলা বাজার, ফ্রিপোট বাজার, চৌধুরী মার্কেট কাচাঁ বাজার, সল্টগোলা-ঈশান মিস্ত্রির হাট(বাজার), হালিশহর আনন্দ বাজার, বড়পোল বাজার, কর্ণফুলী বাজার, চৌমুনী বাজার সহ প্রায় সকল অলি-গলির ভাসমান কাচাঁবাজারের একই চিত্র দৃশ্যমান। অনেক নিয়মিত ভোক্তা-গ্রাহক অভিযোগ করে বলেন, দ্রুত বাজার মনিটরিং ব্যবস্থা চালু না করলে অনেক অসহায় মানুষ, মধ্যবিত্তরা চরম অর্থ্য কষ্টে পড়তে পারে বলে ধারনা করছেন। আর অবৈধ সেন্ডিকেট ব্যবসায়ীদের অচিরেই অনৈতিক-ভেজাল ব্যবসা বন্ধ সহ লাইসেন্স বাজেয়াপ্ত করতে বিশেষ অনুরোধ জানিয়েছেন। এব্যাপারে চট্টগ্রামের ৪টি ব্যবসায়ী শীর্ষ সংগঠন ও চসিক কাউন্সিলর এবং আইন-শৃংখলাবাহিনীর জরুরী সমন্বয় প্রয়োজন বলে একাধিক সচেতন সমাজের নেতৃবৃন্দরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ