আ.জ.ম নাছির উদ্দীন ব্লাড ব্যাংকের মাসব্যাপী রান্না করা ফ্রী ইফতার বিতরণ
আ.জ.ম নাছির উদ্দীন ব্লাড ব্যাংকের মাসব্যাপী রান্না করা ফ্রী ইফতার বিতরণ
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাঠঘর মহিলা কলেজের সম্মুখে রহমতের ৫ম দিনেও পথচারী, অসহায়, অস্বচ্ছলদের জন্য আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের উদ্যেগে পরিচালক জোবায়ের বাসার এর পরিচালনায় রান্না করা ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং মাসব্যাপী উক্ত ফ্রী ইফতার বিতরণ অব্যহত থাকবে। আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের পরিচালক জোবায়ের বাসার বলেন, “সততা, ভালবাসা ও সংগঠিত হয়ে সাজাবো মোরা চারপাশ” এ স্লোগানকে ধারণ করে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংক এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এলাকার জন্য ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করেন, আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের পরিচালক জোবায়ের বাসার।
গত তিন বছরের ন্যায় এই বছর ও পথচারী, অস্বচ্ছদের জন্য উক্ত ইফতার বিতরণ পুরো রমজান মাস ফ্রীতে চলবে। সমাজের প্রতিটি মানুষ এভাবে এগিয়ে আসলে এ দেশটা একদিন সামাজিকতায় ও মানবিকতায় মাথা উচু করে দাঁড়াবে। আ.জ.ম নাছির উদ্দীনের নির্দেশনায় এ কার্যক্রম চলছে। এবং পুরো রমজান মাস উক্ত কার্যক্রম চলবে বলে জানান, পরিচালক জুবায়ের বাসার। তিনি আরো বলেন, পবিত্র রমজানে রোজাদার ও সমাজের অসহায় মানুষের মাঝে ফ্রী রান্না করা ইফতার সামগ্রী দিতে পেরে অত্র প্রতিষ্ঠানের সবাই আত্ম তৃপ্তি পাই। এ ধারা অব্যাহত রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। রহমতের ৫ম দিনে ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন, আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের সদস্য, নাজমুল সুমন, ফটিক, নয়ন, মামুন, অভি, ইফতি, আবু হেনা মাসুৃম, ফাহাদ, ওসমান, রাহাত প্রমুখ।