গার্মেন্টস কারখানায় কর্মরত নারী শ্রমিককে শ্লীলতাহানির অভিযোগ
আরজুন নাহারঃ
ঢাকার আশুলিয়ার একটি গার্মেন্টস কারখানায় কর্মরত নারী শ্রমিককে শ্লীলতাহানির অভিযোগে জিএমকে ছুরিকাঘাতে জখম করার খবর পাওয়া গেছে, মঙ্গলবার (৫এপ্রিল) রাতে আশুলিয়ার নরশিংহপুর এলাকার আদিয়াত অ্যাপ্যারেলস লিমিটেড নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত জিএম এম কে আজাদ (৫০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, পরে খবর পেয়ে রাত ১১টার দিকে ওই শ্রমিক দম্পতিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ, কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, কারখানায় কাজ করার সময় দোতলার ফ্লোর পরিদর্শনে আসেন জিএম আজাদ। এসময় ওই নারী শ্রমিক শ্লীলতাহানির অভিযোগ তুলেন জিএময়ের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে জিএমকে একটি ছুরি দিয়ে আঘাত করেন। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করেন।

কারখানার মালিক তামিম মাহমুদ রিংকু বলেন, ঘটনার সময় আমি ফ্যাক্টরিতে উপস্থিত ছিলাম না, পরে শুনেছি একজন শ্রমিক জিএমকে ছুরি দিয়ে আঘাত করেছেন, আহত জিএমকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি, বিষয়টি সমাধানের চেষ্টা করছি।আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফরিদুল আলম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করে আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠাই, ওই দম্পতিকে থানায় নিয়ে আসি। তবে যেহেতু এখানে একইসঙ্গে ধর্ষণের চেষ্টা ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তাই দুপক্ষের অভিযোগ আমলে নেওয়া হবে। তারা চাইলে তদন্ত সাপেক্ষে দুই পক্ষেরই মামলা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুনঃ