ছাত্র-যুব সমাজকে মুক্তি দিতে পারে আওলিয়ায়ে কেরামের আদর্শই
হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
এদেশে ইসলাম এসেছে আওলিয়া কেরামের মাধ্যমে। ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে আওলিয়া কেরামেরপথ অনুসরণ করতে হবে। এর মধ্যে প্রকৃতপক্ষে যুবসমাজ মুক্তি পেতে পারে। নৈতিকতা চর্চা বিকল্প নেই। মানবজীবনের অন্যতম মহৎগুণ হচ্ছে রাসুল (দ.)’র প্রতি ভালোবাসা। এ গুণ অর্জনের চেষ্টা ও অনুশীলন ছাত্র-যুবসমাজকে মর্যাদা ও গৌরবের শ্রেষ্ঠতম স্থানে পৌছে দিতে পারে। প্রকৃত আউলিয়াকেরাম ও হক্কানী পীরমাশায়েখগণই সেই পথেই আজীবন কাজ করে থাকেন। তাই আজকের সমাজ থেকে বিদ্যমান হিংসা-বিদ্ধেষ, খুন রাহাজানী থেকে মুক্তি পেতে রাসুল (দ.) ও আউলিয়া কেরামের জীবনাদর্শ অনুশীলন অপরিহার্য। ৫ এপ্রিল মঙ্গলবার নগরীর অক্সিজেনস্থ আল-আমিন হাশেমী দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল আল্লামা কাযী মুহাম্মদআহছানুজ্জামান হাশেমী (রহ.) এর ৫৩তম এবং ওস্তাজুল ওলামা, ফকীহে বাঙ্গাল মুফতি কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.) এর ১৬তম ৩ দিনব্যাপী ওরস শরীফের সমাপনী দিবসে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আমিনে মিল্লাত হযরতুলহাজ্ব শাহছুফি আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী(মু.জি.আ.)।

তিনি বলেন, যারা মানুষের মন, কর্ম ও চিন্তাধারাকে পাল্টে দিয়ে পরিপূর্ণ মানবিক গুণে মানুষকে উজ্জীবিত ও উদ্দীপ্ত করতে পারেন তাঁরাই প্রকৃত আল্লাহর ওলী। আল্লামা কাযী মুহাম্মদ আহছানুজ্জামান হাশেমী(রহ.) এবং মুফতি কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.) নিজেরাই শুধু মুত্তাকি ও পরিপূর্ণ মানবিক গুণাবলি সম্পন্ন ওলী-সাধক ছিলেন না, তাদের সংস্পর্শে এসে অসংখ্য মানুষ পরিশুদ্ধ হয়েছেন। তাঁরা ছিলেন সত্যিকার মানুষ গড়ার কারিগর। সন্ত্রাস-জঙ্গিবাদ-সহিংসতামুক্ত একটি মানবিক বিশ্ব গড়তে তাদের মতো ওলী-সাধকগণই আমাদের দিশারী ও প্রেরণা হয়ে আছেন। প্রধান আলোচক ছিলেন ভারত থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্ধসঢ়;সিরে কুরআন হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ সাখাওয়াত হোসেইন বারকাতী (মু.জি.আ)। আলোচনায় অংশগ্রহণ করেন আল্লামা কাযী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, আল্লামা শফিউল আলম নেজামী, আল্লামা নুর মোহাম্মদ আলকাদেরী, আল্লামা সৈয়দ মুহাম্মদ আজিজুর রহমান আলকাদেরী, আল্লামা আহমদুল হক আলকাদেরী, পীরে তরিক্বত আল্লামা কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী আশেকুর রহমান হাশেমী, হাফেজ মুহাম্মদ শিব্বির আহমেদ ওসমানী, হযরত মাওলানা ছালেকুল মাওলা, জাদা কাযীমুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, শাহজাদা সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা সফিরুর রহমান হাশেমী, ইসলামীক ফাউন্ডেশন এর মানিকগঞ্জ জেলার উপ পরিচালক জামাল হোসাইন আলকাদেরী, মাওলানা জাহাঙ্গীর আলম আলকাদেরী, মাওলানা ওমর ফারুক নঈমী, মাওলানা আজিজুল হক হোসাইনী। সাহরী গ্রহণ শেষে মুসলিম বিশ্বের মঙ্গল কামনায় মুনাজাত পরিচালনা করেন হযরতুলহাজ্ব শাহছুফি আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মু.জি.আ.)।

নিউজটি শেয়ার করুনঃ