কর্ণফুলী উপজেলা, বড়উঠানে ৬ষ্ঠতম কোরআন তেলাওয়াত, হামদ্-নাত ও আযান প্রতিযোগিতা-২০২২’র বাছাই পর্ব অনুষ্ঠিত
হোসেন মিন্টুঃ
কর্ণফুলী উপজেলা বড়উঠান মৌলভী বাড়ী ওয়াইজ বিবি জামে মসজিদে ৮এপ্রিল শুক্রবার “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন” এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও ৬ষ্ঠতম কোরআন তেলাওয়াত, হামদ্-নাত ও আযান প্রতিযোগিতা-২০২২’র বাছাই পর্ব ফাউন্ডেশন’র সচিব মোহাম্মদ রেজাউল হক খান’র সভাপতিত্বে ও রকিউল হাসান খান সামির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান। সম্মানিত বিচারক হিসাবে প্রতিযোগিতার দায়িত্ব পালন করেন বড়উঠান মৌলভী বাড়ী ওয়াইজ বিবি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম আলক্বাদেরী ছাহেব, মাওলানা মুহাম্মদ মনছুরুলহক খান, গাউছিয়া তাহেরীয়া তানিমুল হক সুন্নি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গাজী মুহাম্মদ ইছাক, হাফেজ মুহাম্মদ এহছান, চন্দনাইশ’র মামুন খলিফা জামে মসজিদের খতিব হাফেজ আনিছুর রহমান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন’র উপদেষ্টা এরশাদ উল্লাহ খান, মিসবাহুল হক খান ইসকান্দর, আলিমুল্লা খান, কলিমুল্লা খান, হুমায়ন আহমদ খান, মোহাম্মদ মুজিব, মোঃ ময়নু, সাইমুল ইসলাম রাবিদ, মোঃ সাদ ও মোঃ তানিম।

কোরআন তেলাওয়াতে ৪৭ জন, হামদ্-নাতে ৩৯ জন ও আযানে ৪৩ জন প্রতিযোগিসহ সর্ব মোট ১২৯ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। দ্বিতীয় পর্বে কোরআন তেলাওয়াতে ১৫ জন, হামদ্-নাতে ১৫ জন ও আযানে ১০ জন প্রতিযোগিসহ সর্বমোট ৪০ জন প্রতিযোগি আগামী ১৫ এপ্রিল শুক্রবার দ্বিতীয় পর্ব সকাল ৯ টায় অংশগ্রহণ করবে। আগামী ২২ এপ্রিল শুক্রবার দুপুর ০২ টায় চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান বলেন-হালাল খাও, নামাজ পড়, আল্লাহ আল্লাহ জিকির কর সব সমস্যা মিটে যাবে-শাহেন শাহ্ জিয়াউল হক মাইজভান্ডারীর উক্তির কথা স্বরণ করেন। রোজার শিক্ষায় ও অলি আল্লাহদের পথ অনুসরন করলে সমাজে বিশৃঙ্খলা, জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। এলাকায় এলাকায় এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করলে শুদ্ধরূপে কোরআন শিক্ষার প্রসার ঘটবে। মিসবাহুল হক খান ইসকান্দর বলেন-৬ষ্ঠতম কোরআন তেলাওয়াত, হামদ্-নাত ও আযান প্রতিযোগিতা-২০২২’র সবাইর জন্য পুরস্কারের ব্যবস্থা করায় ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান’র প্রশংসা করেন এবং প্রতিযোগিতা অংশগ্রহণে আরো উৎসাহিত হবে বলে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুনঃ