সীতাকুণ্ডে আট লক্ষ টাকা মূল্যের তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃত ২জনের মধ্যে একজন রোহিঙ্গা নারী রয়েছেন বলে জানায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮এপ্রিল) মধ্যরাত সোয়া একটার দিকে পৌর বাস স্ট্যান্ড ও দারোগাহাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ এসব ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফের লোদা আলীখালীর ২৫ নম্বর ক্যাম্পের দ্বীন মোহাম্মদের কন্যা ও আজিম উল্ল্যাহর স্ত্রী হামিদা বেগম(৩২) ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কনকাপইথ ইউনিয়নের আগুনশাইল গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের পুত্র বদিউল আলম(৬২)।

শনিবার (৯এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, যাত্রী বেশে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে উপজেলার বড় দারোগারহাট ও পৌর বাস স্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশের একটি দল।অভিযানে বড় দারোগারহাট এলাকায় একটি বাসে তল্লাশী কালে ১৫শ পিস ইয়াবাসহ হামিদা বেগম নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়।অপর অভিযানেও পৌর বাস স্ট্যান্ড এলাকায় বাসে তল্লাশী চালিয়ে ১৫শ পিস ইয়াবা নিয়ে বদিউল আলম(৬২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য আট লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ২জনই ইয়াবা কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ