সীতাকুণ্ডে পঞ্চাশ লক্ষ টাকা ব্যায়ে দশটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন ইউনিয়নে (২০২১-২০২২) অর্থবছরে বাস্তবায়নাধীন পঞ্চাশ লক্ষ টাকা ব্যায়ে ১০টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন সীতাকুণ্ড থেকে নির্বাচিত জেলাপরিষদ সদস্য আ ম ম দিলসাদ। উল্লেখযোগ্য প্রকল্প গুলো হলো, বারৈয়াঢালার সাহেবদিনগর সড়ক উন্নয়ন জানমোহাম্মদ ভূঁইয়া সড়ক উন্নয়ন, সৈয়দপুরের সোনামিয়া সড়ক উন্নয়ন, চাঁদের বাড়ী সড়ক উন্নয়ন, মুরাদপুরের ভাটেরখীল স্কুল সংযোগ সড়ক, কুমিরার নিউরাজাপুর সড়ক উন্নয়ন, উত্তর মছজিদ্দা মধ্যেরপাড়া ড্রেন নির্মাণ, সোনাইছড়ির ডাঃ কখেন্দ্র নাথ বাড়ীর সড়ক উন্নয়ন, বারআউলিয়ার চিকনেরপাড়া সড়ক উন্নয়ন, আম্বিয়ার মসজিদ পুকুর গাইড ওয়াল নির্মাণ, শহীদ নুরুল ইসলাম লেদন সড়ক নির্মাণ, ভাটিয়ারীর জাহানাবাদ স্কুল সংযোগ সড়ক নির্মাণ ইত্যাদি। সোমবার সকালে পরিদর্শনকালে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দীন, ৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহার, ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহামদ প্রমুখ।

পরিদর্শনকালে চট্টগ্রাম জেলাপরিষদ সদস্য আ ম ম দিলসাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৩১ সালের মধ্যেই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য গ্রাম হবে শহর স্লোগানের স্বার্থক রুপায়নে চট্টগ্রাম জেলাপরিষদ কাজ করছে।

নিউজটি শেয়ার করুনঃ