ইসলামের সঠিক চর্চার মাধ্যমে জঙ্গিবাদি তৎপরতা রুখতে হবে
হোসেন মিন্টুঃ
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বায়েজিদ থানা আহলে সুন্নাত ওয়াল জমাআতের উদ্যোগে স্মারক আলোচনা, দোয়া মাহফিল ও সুন্নি সম্মেলন নগরীর অক্সিজেন চত্বরে অনুষ্ঠিত হয়। বায়েজিদ থানা আহলে সুন্নাতের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবদুল হামিদ সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সুন্নি সম্মেলনে উদ্বোধক ছিলেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ এর চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী। তিনি বলেন, ইসলামের সত্যিকার সঠিক চর্চা হলে বিকৃত তৎপরতা প্রতিরোধ করা সম্ভব। কুরআন সুন্নাহর মনগড়া অপব্যাখ্যার কারণেই মানুষ পথহারা ও বিভ্রান্ত হয়। তাই ইসলামের সঠিক চর্চার মাধ্যমে ইসলামের নামে গর্জে উঠা বিকৃত মতাদর্শ প্রচার থামাতে হবে। রুখতে হবে সন্ত্রাস ও জঙ্গিবাদি তৎপরতা। উদ্বোধক আল্লামা সৈয়দ অছিয়র রহমান বলেন, সুন্নি মতাদর্শীরাই নাজাত ও মুক্তিপ্রাপ্ত।

আহলে সুন্নাত ওয়াল জমাআতের দর্শনের আলোকে ঈমান আক্বিদাকে পোক্ত করতে হবে। মাওলানা হাফেজ কাজী খালেদুর রহমান হাশেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত সুন্নি সম্মেলনে অতিথি ও আলোচক ছিলেন-কাউন্সিলর শফিকুল ইসলাম, মাওলানা ফরিদুল আলম রেজভি, মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী, মাওলানা আব্দুন নবী আলকাদেরী, সৈয়দ হাবিবুর রহমান সর্দার, মাওলানা সাইফুল আজম বাবর আল আযহারী, মাওলানা সৈয়দ হাসান আল আজহারী, মাওলানা শহীদুল্লাহ বাহাদুর, মাওলানা সৈয়দ নুর মোহাম্মদ আলকাদেরী, মাওলানা ওমর ফারুক নঈমী, মাওলানা এনাম রেজা কাদেরী, হাফেজ মাওলানা সৈয়দ আজিজুর রহমান আল-কাদেরী, মুফতি গোলাম কিবরিয়া, হাফেজ শহিদুল ইসলাম কাদেরী, আলহাজ্ব সিরাজুদ্দিন কোম্পানি, মাওলানা শেখ আরিফুর রহমান, মোঃ আবুল কাশেম, মোঃ আক্কেল আলী, মোহাম্মদ এরশাদুল আলম হিরা, আইয়ুব রানা, এম এ সালাম, মাও শহিদুল আলম বাহারী, মাও মোহাম্মদ শফি, রাজা আহমদ, দস্তগীর আলম, হেদায়েত আলী মিন্টু, মুহাম্মদ সাদ্দাম হোসাইন, মোহাম্মদ বশির, জানে আলম, মহসিন, আকবর, মোহাম্মদ জসিম, মহিউদ্দিন উদ্দিন খোকন, মোঃজসিম, মোঃ আলমগীর, মোঃ ইউনুস, মোঃ আলকাছ, মোঃ বয়ান, মোঃ মাসুদুল আলম, মোঃ পারভেজ মোঃ সাবের, মোঃ সাজিন, মোঃ তানভীর, মোঃ কায়েস, মোহাম্মদ ইয়াসিন প্রমুখ। পরে দেশ ও জাতির শান্তি কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী।

নিউজটি শেয়ার করুনঃ