মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান—মাহতাব উদ্দিন চৌধুরী
হোসেন মিন্টুঃ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরীর ৫১তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে অদ্য বাদে জোহর দামপাড়া পল্টন রোডস্থ জহুর আহমদ চৌধুরী টাওয়ারে আলোচনা সভা ও মিলাদ মাহফিল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমন আল মাহমুদ’র সভাপতিত্বে ও কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও শহীদের ভ্রাতা মাহতাব উদ্দিন চৌধুরী।

এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসান মাহমুদ সমশের, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, চসিক প্যানেল মেয়র ১৫নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, আওয়ামী লীগ নেতা সাইফুল আলম বাবু, শরফুদ্দীন চৌধুরী রাজু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি যুব সংগঠক এম আর আজিম, চট্টগ্রাম মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য হাবিব উল্লাহ চৌধুরী নাহিদ, বেসরকারী কারা পরির্দক ফারুখুল ইসলাম অঙ্কুর, আসিফুর রহমান মুন্না, আব্দুল জলিল বাহাদুর, শওকত উল্লাহ সোহেল, ইসতিয়াক আহমদ চৌধুরী সাদিত, কপিল উদ্দিন আহমেদ, আলী রেজা পিন্টু, এস.ইউ জোবায়ের, সৈয়দ তুহিন প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। জীবন বাঁজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে একটি সার্বভৌম দেশ এদেশের মানুষকে উপহার দিয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ