মেয়রকে একটি অনৈতিক কাজে ফাইলে স্বাক্ষর করার প্রস্তাব দেওয়ায় কাউন্সিলর জসীমকে দায়িত্ব থেকে অব্যাহতি
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলমকে একটি অনৈতিক কাজে ফাইলে স্বাক্ষর করার প্রস্তাব দেওয়ায় ২নং ওয়ার্ডের কাউন্সিলর বদিউল আলম জসীমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বুধবার (১৩এপ্রিল) পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে এই আদেশ দেওয়া হয়।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগমকে উক্ত দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

মেয়র বদিউল আলম জানান, পৌরসভার অধীনে হাট-বাজার, রাস্তা-ঘাট ইত্যাদি লাভজনক কর্মকাণ্ডে পৌরসভার সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তি যেমন মেয়র, কাউন্সিলর বা অন্য কোন কর্মকর্তা বা কর্মচারী আইনত অংশ নিতে পারেনা। কিন্তু এরকম একটি অনৈতিক প্রস্তাব নিয়ে গত সোমবার কাউন্সিলর বদিউল আলম জসীম তার কাছে আসেন। মেয়র এই প্রস্তাবে রাজি না হলে কাউন্সিলর বদিউল আলম জসীম অনেকের সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও চরম দুর্ব্যবহার করেন। এই কারণে মঙ্গলবার মেয়রসহ বাকী সব কাউন্সিলরা জরুরী বৈঠক করে কাউন্সিলর জসিমকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেন। এছাড়া তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে বলেও জানান মেয়র।

নিউজটি শেয়ার করুনঃ