যথাযোগ্য মর্যাদায় মুক্তিযোদ্ধা শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরীর ৫১তম মৃত্যু বার্ষিকী পালিত
হোসেন মিন্টুঃ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরীর ৫১তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মাধ্যমে আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে পালিত হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল বাদে জোহর শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরীর কবরে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, কবর জেয়ারত, মহানগর আওয়ামী লীগ ও পারিবারিকভাবে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি যুব সংগঠক এম আর আজিম, আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন চৌধুরী, শরফুদ্দীন চৌধুরী রাজু, নগর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য হাবিব উল্লাহ চৌধুরী নাহিদ, ইসতিয়াক আহমদ চৌধুরী সাদিত,

বেসরকারি কারা পরিদর্শক ফারুখুল ইসলাম অঙ্কুর, যুব নেতা আসিফুর রহমান মুন্না, শওকত উল্লাহ সোহেল, আব্দুল জলিল বাহাদুর, মীর মহিউদ্দিন রুবেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন আহমদ মোরশেদ, নগর ছাত্রলীগের সাবেক নির্বার্হী সদস্য মোসলেহ উদ্দিন আহমেদ শিবলী, কফিল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য, আলী রেজা পিন্টু, যুব নেতা এস ইউ জোবায়ের, সোহেল ইমরান, নগর ছাত্রলীগের সহ-সভাপতি, একরামুল হক রাসেল, নগর ছাত্রলীগের উপ-পরিবেশষ বিষয়ক সম্পাদক তুষার দেব, নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সাব্বির সাকির, নগর ছাত্রলীগের নির্বাহী সদস্য কামরুল হুদা পাবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা আরিফ রশিদ, মহসিন কলেজ ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সদস্য চৌধুরী শোয়াইব, দেলোয়ার হোসেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন, সদরঘাট থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান, ডবলমুরিং থানা ছাত্রলীগের শহীদ উদ্দিন ফয়সাল প্রমূখ।

নিউজটি শেয়ার করুনঃ