অতিরিক্ত ভাড়া বৃদ্ধি ও ঝুঁকিপূর্ণ পারাপারের প্রতিবাদে মানববন্ধন সল্টগোলা-ডাঙ্গারচর ঘাটে
হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধীন সল্টগোলা এর অংশ এবং উপজেলা কর্ণফুলীর ১নং ডাঙ্গারচর ওয়ার্ডে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচরের ১ নম্বর ওয়ার্ডে এই মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসুচি অনুষ্ঠিত হয়। সল্টগোলা-ডাঙ্গারচর নিরাপদ নৌ যাত্রী কল্যাণ পরিষদের সদস্য সচিব মো. হারুনের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম হৃদয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদ্য সমাপ্ত জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মুছা, এলাকার সামাজিক সংগঠন কর্ণফুলী এন্টারপ্রাইজের সাধারণ সম্পাদক মো. আব্বাস, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, শ্যাডো অফ হিউম্যানিটি কর্ণফুলী শাখার সভাপতি সাইফুল ইসলাম, উপস্থিত ছিলেন নব দিগন্ত একতা সংঘের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন আলী আজগর, নুরুল ইসলাম, মনির আহমদ, নুর ইসলাম, মো. সোহেল, ফখরুল ইসলাম, জসিম উদ্দিন, আবু তালেব,মো. আরমান,মো.হৃদয়, মো. আকবর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সিটি কর্পোরেশন নির্ধারিত মূল্য তালিকার চেয়ে বেশি ভাড়া আদায় করা কোন ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আগামীতে ঝুঁকিপূর্ণ ও অতিরিক্ত যাত্রী পারাপার বন্ধ না করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মানববন্ধনে ৫ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন। এদিকে গতকাল ১৩ এপ্রিল থেকে নগরের অন্যান্য ঘাটেও ভাড়া বাড়ানো হয়েছে বলে যাত্রী সাধারণ দৈনিক নব দেশ বার্তা কে জানিয়েছেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত ১/২ মাস আগেও ৩-৫টাকা ঘাটবাড়া বৃদ্ধি করেছে ইজরাদারগণ। ভাড়া বৃদ্ধির কারণ জানতে চাইলে কোন ইজরাদারই প্রকৃত পক্ষে সঠিক তথ্য না দিয়ে তেল-ডিজেল, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোকে দায়ী করে দায়সারা কথা বলেন।

নিউজটি শেয়ার করুনঃ