পহেলা বৈশাখ
——— সৈয়দুল ইসলাম
পহেলা বৈশাখ নতুন রূপে
সবার মাঝে আসে,
দুঃখ গ্লানি ভুলে সবাই
প্রাণটি খুলে হাসে।
ধনী গরিব নেই ভেদাভেদ
পুরুষ আর নারীতে,
মন আনন্দে সাজে সবাই
পাঞ্জাবি শাড়িতে।
নববর্ষে গ্রামে বসে
বৈশাখী এক মেলা,
নাগরদোলায় শিশু কিশোর
কাটিয়ে দেয় বেলা।
নৃত্য গানে বর্ষবরণ
আনন্দের নেই শেষ,
নানান রঙে যায় ছেঁয়ে যায়
সোনার বাংলাদেশ।

তারিখ: ১৪/০৪/২০২২
দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ