নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় পরিবারে পৌঁছে গেছে ‘ভালোবাসার উপহার’
ফটিকছড়ি উপজেলা প্রতিনিধিঃ
কর্মহীন দুই শতাধিক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ‘ভালোবাসার উপহার’ পৌঁছে দিয়েছে উত্তর ফটিকছড়ির মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদ এবং জাহাঙ্গীর কবির-রোকেয়া কবির ফাউন্ডেশন। ১৪ এপ্রিল দুপুর ২টা হতে নারায়ণহাট রামগড়স্থ ইউনিয়ন গণগ্রন্থাগার থেকে সংগঠনের সভাপতি কুয়েত প্রবাসী মুহাম্মদ রফিকুল ইসলাম ও সহ-সভাপতি কাতার প্রবাসী মুহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে তোহফা গুলো ঘরে ঘরে পোঁছানোর কার্যক্রম শুরু হয়। বাংলাদেশের সমন্বয় কমিটির মাধ্যমে নারায়ণহাট ইউনিয়ন ৬টি ওয়ার্ডে কার্যক্রম সম্পন্ন হয়। ভালোবাসার তোহফা প্রেরণ প্রসঙ্গে নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ আমাদের কিছুটা সামর্থবান করেছেন।

স্বল্প সামর্থ থেকে এ ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আমাদের নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদ বছরজুড়েই বিভিন্ন সেবাধর্মী কাজ করে আসছে। তাই মানবসেবা উদ্যোগকে স্বাগত জানাতে ও বাস্তবায়ন করতে আমরা নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদ এর দেশীয় মুখপাত্র মুহাম্মদ মিনহাজ উদ্দীন সিদ্দিকী, দেশীয় অর্থ সম্পাদক মুহাম্মদ নুরুন্নবী রোমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুল হোসেন, মুহাম্মদ ইসমাইল প্রমুখ। পর্যায়ক্রমে ‘ভালোবাসার উপহার’ প্রদান উদ্যোগটি প্রকাশ্য-অপ্রকাশ্যভাবে চলমান থাকবে বলে জানান নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুনঃ