সীতাকুণ্ডে অভিযান চালিয়ে পঞ্চাশ কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে নৌপুলিশ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয় পঞ্চাশ কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে নৌপুলিশ। এ সময় মাছগুলো ফেলে জেলেরা পালিয়ে যায়। শুক্রবার (১৫এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের কুমিরা ঘাটঘর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে জাটকা ইলিশগুলো উদ্ধার করে। কুমিরা নৌ পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আকরাম উল্ল্যাহ জানান, রাতে গোপন তথ্যের ভিত্তিতে নৌ পুলিশের একটি টিম কুমিরা ঘাটঘর এলাকায় অভিযান চালায়।

এ সময় পঞ্চাশ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায় নাই। জাটকা ইলিশ মাছ বিক্রয় বন্ধে প্রচারণা চালানো হয়েছে। একই সাথে মাছ ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সর্তক করে দেয়া হয়েছে। এরপরও সরকারী নিয়ম অমান্য করে গোপনে জেলেরা জাটকা ইলিশ নিধন করছে, এরকম অভিযান অব্যাহত থাকবে। এর পর বিষয়টি উপজেলা মৎস্য অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসারের অনুমতিক্রমে উদ্ধারকৃত জাটকা ইলিশগুলো স্থানীয় গরিব অসহায় ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ