চট্টগ্রামবাসীর উন্নয়নে ব্যয় হবে বন্দরে উপার্জিত অর্থ—নওফেল
চট্টগ্রামবাসীর উন্নয়নে ব্যয় হবে বন্দরে উপার্জিত অর্থ—নওফেল
হোসেন মিন্টুঃ
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন চট্টগ্রাম বন্দর দেশ উন্নয়নের চাবিকাঠি আর এই বন্দর উন্নয়নে চট্টগ্রামবাসীর যথেষ্ট ভুমিকা রয়েছে তাই বন্দরের উপার্জিত অর্থ চট্টগ্রামবাসীর উন্নয়নের জন্য যাতে ব্যয় হয় মাননীয় প্রধানমন্ত্রী এমন আইন করবেন। আমি বন্দর চেয়ারম্যানের কাছে আশা করবো বন্দর কর্মচারীরা যেন কোন সুবিধা থেকে বঞ্চিত না হয়। ১১ রমজান ফজলুর রহমান মুন্সি অডিটরিয়ামে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সিবিএ প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মরহুম মমতাজ উদ্দিন এর স্মরণ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মো. শাহজাহান বলেন মমতাজ উদ্দিন ভাই বন্দর কর্মচারীদের দাবী নিয়ে সবসময় কথা বলতেন। আমি ওনার আত্মার মাগফেরাত কামনা করিছি।
চট্টগ্রাম বন্দর কর্মচারীদের দাবী হলো বন্দর কে উন্নয়ন করার এবং শ্রমিকদেও আধুনিক সুযোগ সুবিধা প্রদান করা। সভায় চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সিবিএ’র সভাপতি মোঃ আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মোঃ জাফর আলম, সদস্য (অর্থ) মোঃ কামরুল আমিন, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর রহমান, পরিচালক (প্রশাসন) মোঃ মমিনুর রশিদসহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, মোর্শেদ আলী, জিয়াউল হক সুমন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু, সিবিএর সহ সভাপতি মোকারম হোসেন, নাদের উদ্দিন পাটোয়ারী, মহিউদ্দিন দস্তগির, আবুল হোসেন ছৌধুরী, আক্তারুর জামান মাসুম, ফিরোজ আহম্মেদ জাহেদ, মোস্তফা ফরিদুর রেজা, রেজাউল করিম রাজু, আশীষ কান্তী মুহুরী, আব্দুল মান্নান প্রমুখ।