আর্ত মানবতার কল্যানই একজন সচেতন মানুষের নিত্যকর্ম হওয়া উচিত
আরজুন নাহারঃ
প্রথিতযশা আলেমেদ্বীন শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- সর্বপ্রকার রাজনীতির মূলমন্ত্র হচ্ছে মানবকল্যাণ। একজন সচেতন, বিবেকবান ও শিক্ষিত মানুষের এটিই নিত্যকর্ম হওয়া উচিত। “সেই উৎকৃষ্ট, যে মানুষের কল্যাণ করে”। প্রিয়নবী (দঃ) এর এ পবিত্র হাদিসকে মূল প্রতিপাদ্য করে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশ (একেএমবি) এর এগিয়ে চলা। গরিব, দুস্থ, অসহায় আর্ত মানবতার সেবাই হচ্ছে এ সংস্থার একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য। দৈনিক পূর্বকোণের সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন চৌধুরী বলেছেন-করোনাকালীন সময়ে একেএমবির সাহসী ভুমিকা সত্যিই প্রশংসার দাবী রাখে। মাহমুদুল ইসলাম চৌধুরী বলেছেন-মানবতার বিরুদ্ধে চলমান প্রাকৃতিক এ যুদ্ধে ৪৫০০ লাশ দাফন করে এক গর্বিত সেনাপতির দায়িত্ব পালন করেছেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশ (একেএমবি)। এড. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল বলেছেন-আর্ত মানবতার প্রভূত কল্যান সাধনের মাধ্যমেই জাতীয় জীবনে এটির ব্যত্যয় ঘটলে একটি সুস্থ, স্থিতিশীল ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণ সম্ভব। আলহাজ্ব সোলায়মান আলম শেঠ বলেছেন-একটি সমৃদ্ধশালী দেশ গঠনে সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন তথা বিত্তবান মানবদরদী মানুষদের মুক্তমনে এগিয়ে আসতে হবে। এস এম নুরুল হক বলেছেন-আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ এর মামবিক কর্মযজ্ঞ সত্যিই মানুষকে মানবসেবায় উদ্দীপ্ত করবে।

তিনি একেএমবির কর্মযজ্ঞে সহায়তার হস্ত প্রসারিত করার জন্য উদাত্ত আহবান জানান। হাসান আকবর বলেছেন-“মানুষ মানুষের জন্য” এ স্লোগান এর বাস্তব রূপায়নে একেএমবি একটি যুগান্তকারী দৃষ্টান্ত। আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ একেএমবির উদ্যোগে মানবহিতৈষি বিশিষ্ট নাগরিকদের সম্মানে অদ্য ১৮ এপ্রিল সোমবার বিকেল ৩টায় নগরীর অভিজাত হোটেল রেডিসন ব্লু এর বর্ণিল মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ একেএমবির চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন-আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ একেএমবির সচিব স ম হামেদ হোসাইন। মোহাম্মদ কফিল উদ্দীন রানার সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর সহ সভাপতি এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ। দৈনিক আজাদীর বার্তা সম্পাদক হাসান আকবর, চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি এস এম নুরুল হক, এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল আটাব সভাপতি মোহাম্মদ এস এম আবু জাফর, সাইফ পাওয়ারটেক এর পরিচালক নিজাম উদ্দীন মাহমুদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক চৌধুরী, ডঃ অধ্যাপক মাসুম চৌধুরী, এডভোকেট আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, মোহাম্মদ আলম ববি, আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, খান এ সবুর, এস এম আব্দুল করিম তারেক, আলহাজ্ব ওয়াহেদ মুরাদ, স ম শহিদুল হক ফারুকী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, অধ্যাপক মোখতার আহমদ, শাহাদত হোসেন চৌধুরী রুবেল, আবদুল্লাহ আল মামুন, আবুল হাসান, আবুল মাসুম চৌধুরী, লায়ন এমরান, আবু ছাদেক ছিটু, খ ম জামাল উদ্দীন, আহমদ রেজা প্রমূখ।

নিউজটি শেয়ার করুনঃ