বঞ্চিত হচ্ছে পথশিশুরা জন্ম নিবন্ধন প্রক্রিয়ায়—মুহাম্মদ আলী
আরজুন নাহারঃ
নতুন নিয়মে একটি শিশুর জন্ম নিবন্ধনে প্রয়োজন পড়ছে বাবা মায়ের জন্ম নিবন্ধন সনদ। আবার বাবা মায়ের জন্ম নিবন্ধন করতে হলে লাগছে তাদের বাবা মায়ের জন্ম নিবন্ধন সনদ। অর্থাৎ একজন ভর্তিচ্ছু শিশুর জন্য দাদা দাদির জন্ম নিবন্ধন সনদেরও প্রয়োজন পড়ছে। জন্ম নিবন্ধনের বিভিন্ন জটিল প্রক্রিয়ার কারণে এ বছর শিশুদের স্কুলে ভর্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই জন্ম নিবন্ধন প্রক্রিয়ায় সবচেয়ে বিপাকে আছে পথশিশুরা। ফলে শিক্ষা থেকে পিছিয়ে পরা সহ সরকারি বে সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা থেকেও এই শিশু গুলো অবহেলিত। পাশাপাশি পথশিশুদের সংখ্যা নিয়ে সঠিক ও নির্দিষ্ট তথ্য না থাকায় তাদের বিষয়ে কোন কর্মপরিকল্পনাও গ্রহণ করা যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র মতে দেশে পথশিশুদের সঠিক সংখ‍্যাই নির্ধারণ করা হয়নি। আবার পথশিশুদের প্রকৃত সংখ‍্যা নিয়ে সরকারি পর্যায়ে সঠিক পরিসংখ্যান নেই। সর্বশেষ ২০০৪ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব‍্যুারোর (বিবিএস) জরিপ অনুযায়ী দেশে পথ শিশুর সংখ‍্যা ৬ লক্ষ ৭৯ ঊনআশি হাজারের কিছু বেশি। এরপর আনুষ্ঠানিক কোন জরিপ হয় নি। এই জরিপে বিবিএসের সম্ভাব‍্য হিসাব (প্রজেশন) ছিলো ২০১৪ সালে এর সংখ‍্যা হতে পারে ১১ এগারো লক্ষ ৪৪ চুয়াল্লিশ হাজার, ২০২৪ সালে হতে পারে ১৬ লক্ষ। একাধিক বেসরকারি সংগঠনের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে পথশিশুর সংখ্যা হবে ১৫ থেকে ১৬ লক্ষ। এর মধ্যে শুধু ঢাকা রাজধানীতেই আছে প্রায় ৬ থেকে সাত লাখ পথ শিশু।

সঠিক তথ‍্য সরকারি বেসরকারি কারও কাছে না থাকার কারণে পথ শিশুদের নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণের ক্ষেত্রেও চরম সংকট দেখা দিচ্ছে। সর্বশেষ সরকার পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রথম থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত লেখা পড়ার উদ্যোগ নেওয়া হয়েছিলো কিন্তু এর মধ্যে পথ শিশুদের সঠিক সংখ্যার পাশাপাশি বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে জন্ম নিবন্ধন সনদ। ভর্তির ক্ষেত্রে শিশুদের অনলাইন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক অথচ এর কোনটাই তাদের নাই ফলে এই চরম বিপত্তি শুরু হয়েছে। তাদের পিতা মাতা, জন্ম নিবন্ধনের ফি দিতে না পারা সহ নানান সমস্যায় জন্ম নিবন্ধন থেকে বঞ্চিত হচ্ছে এই শিশুরা। সরকারি ঘোষণা থাকা স্বত্বেও বিভিন্ন স্কুলে অধ‍্যায়রত শিশুরাও টিকা দিতে পারছে না এ জন্ম নিবন্ধন জটিলতার কারণে। তবে পরে সরকারের পক্ষ থেকে সকল স্কুলে অধ‍্যায়নরত শিশুদের টিকা দেওয়ার ব‍্যবস্থা করলেও পথ শিশুরা টিকা থেকে বঞ্চিত! ফলে তাদের জীবনের সংক‍াও বেশি। সবচেয়ে বড় কথা হলো যেই শিশুদের পিতা মাতা, খাদ‍্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা কোনটারই নিশ্চয়তা নাই সেখানে জন্ম নিবন্ধন তো তাদের কাছে অমূল্য হীন একটি কাগজ মাত্র। তাদের জন্ম নিবন্ধন সম্পর্কে কোন ধারণাও তো থাকার কথা নয়। তবে তাদের ধারণা থাক আর আর না থাক তাদের ভবিষ্যত চিন্তা রাষ্ট্রেরই করতে হবে। কারণ এই পথ শিশুদের এখন থেকে তাদের প্রকৃত বা সঠিক পরিসংখ্যান তৈরি করে তাদের জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের জীবন মান উন্নয়নে কোন কিছু করা না হয় তাহলে বড় ধরনের সমস্যা ভুগতে পারে দেশ। রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন এমন কি দেশের সকল শ্রেনি পেশার মানুষ এক হয়ে এই শিশুদের জন্য আগামীর বাংলাদেশ বিনির্মান করার জন্য অঙ্গীকার বদ্ধ হতে হবে। এমতাবস্থায় পথ শিশুদের সঠিক সংখ‍্যা জানতে জরিপ পরিচালনা ও জন্ম নিবন্ধন সহ করা অপরিহার্য।

নিউজটি শেয়ার করুনঃ