কালবৈশাখী ঝড়ে কয়েকটি স্থানে ক্ষয়-ক্ষতি শিশু ও মহিলার মৃত্যু
হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে স্পিডবোট ডুবেগেছে, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে ডুবে গেছে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। এতে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কতজন নিখোঁজ রয়েছেন তা তাৎক্ষণিক জানা যায়নি। বুধবার (২০এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে স্পিডবোটটি ডুবে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো: আনোয়ার হোসেন। তিনি বলেন, সীতাকুণ্ড থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গুপ্তছড়া ঘাটের কাছাকাছি এসে উল্টে যায়। ভালো আবহাওয়ার মধ্যেই স্পিডবোটটি ছেড়ে গিয়েছিল। এখন পর্যন্ত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, স্পিড বোটে ২০ জনের মতো যাত্রী ছিলেন। কেউ নিখোঁজ আছে কি-না তা জানার জন্য আমাদের উদ্ধার অভিযান চলছে। কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহ আলম বলেন, সন্দ্বীপে গুপ্তছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট নিখোঁজ হবার খবর পেয়ে অভিযান চলছে। তবে এ ঘটনায় কতজন নিখোঁজ বা কতজনকে উদ্ধার করা হয়েছে তা আমরা এখনো জানিনা।

ফটিকছড়িতে ১ গৃহবধূর মৃত্যু, ফটিকছড়িতে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে মাথায় পড়ে রিনা আকতার (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রিনা উপজেলার কাঞ্চননগর ইউপির (ঝরজড়ি এলাকার) মুহাম্মদ শাহ আলমের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী বলে জানা গেছে। বুধবার (২০এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে। জানা গেছে, ঝড়ো হাওয়ায় গাছ ভেঙে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন রিনা আকতার। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল বলেন, সকাল ১০টার দিকে রিনা আক্তার নামে এক মহিলাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুনঃ