পতেঙ্গায় অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু ও গুরুতর দগ্ধ বাবা
আরজুন নাহারঃ
চট্টগ্রাম নগরীর দক্ষিণ পতেঙ্গার ভিআইপি সড়কের মোল্লাঘাটা এলাকায় আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছে শিশুটির বাবা। আজ বুধবার বিকেল ৪ঃ৩০ মিনিটে দক্ষিণ পতেঙ্গা দীন মোহাম্মদ সদাগরের কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। নিহত শিশুর নাম শারমিন আক্তার মনি (৭)। সে আব্দুল মান্নানের (৪০) মেয়ে।

স্থানীয়রা জানায়, আব্দুল মান্নানের বসতঘরে তার স্ত্রী সাহিদা বেগম মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করার সময় দ্রুত রান্না সম্পন্ন করার জন্য লাকড়িতে কেরোসিন তেল দেন। তেল ঢালার সময় অসাবধানতাবশত বেশি পরিমাণ তেল লাকরিতে পড়ে যায়। এতে তার ঘরে আগুন ধরে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন দৈনিক নব দেশ বার্তাকে বলেন, নিহত শিশু শারমিন আক্তার মনিকে বাঁচাতে গিয়ে তার পিতা আব্দুল মান্নান আগুনে পুড়ে গুরুতর দগ্ধ হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬নং ওয়ার্ডে ভর্তি আছে। আগুনে পুড়ে ঘটনাস্থলের আশপাশের পাঁচটি টিনের ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মৃত শিশুটি চমেক হাসপাতালের মর্গে আছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ দৈনিক নব দেশ বার্তাকে জানান, সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের সাহায্যে আগুন সম্পূণ নিয়ন্ত্রণে চলে আসে।

নিউজটি শেয়ার করুনঃ