সীতাকুণ্ডে পরিবারের উপর অভিমান করে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা অবশেষে মৃত্যু
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
আত্মহত্যা করতে গিয়ে বেঁচে গেলেও মৃত্যু থেকে শেষ পর্যন্ত রক্ষা পাইনি। কাচের গ্লাস গলায় ঢুকে মারা যান জয়নাল আবেদীন চাঁন মিয়া(৫৫) নামের এক ব্যক্তি। সোমবার (১৮এপ্রিল) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী এলাকার চাঁন মিয়া মোল্লার বাড়ীতে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় ইফতারের পর স্ত্রী ও ছেলেদের সাথে বাকবিতণ্ড হয় জয়নাল আবেদীনের। এর দেড় ঘণ্টা পর পরিবারের সদস্যদের সাথে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ি লাগিয়ে ফাঁস নেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে যান। তাকে ঘরের সিলিং থেকে নামানোর সময় তিনি নিচে ছিঁটকে পড়েন।এতে ফ্লোরে থাকা কাচের গ্লাস ভেঙে গলায় ঢুকে প্রচুর রক্তক্ষরণ হয়। দূর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জয়নাল আবেদীনের পুত্র মোঃ কামরুল হোসেন জানান, তার বাবা ইফতার করার দেড় ঘণ্টা পর তুচ্ছ বিষয় নিয়ে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।এসময় তিনি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন।

এ ঘটনা বুঝতে পেরে স্থানীয় এলাকাবসীর সহায়তায় ঘরের দরজা ভেঙে বাবাকে ফাঁসের দড়ি খুলে নামানোর সময় তিনি ছিঁটকে নিচে থাকা কাচের গ্লাসের ওপর পড়েন। এতে গ্লাস ভেঙে তার গলায় ঢুকে রক্তক্ষরণ শুরু হয়। সাথে সাথে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি(তদন্ত) সুমন বণিক জানান, পরিবারের সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন কৃষক জয়নাল আবেদীন। এ সময় পরিবারের সদস্যরা তাকে ফাঁসির দড়ি থেকে খুলে নিচে নামানোর সময় হঠাৎ তাদের হাত থেকে ছিটকে নিচে থাকা কাচের গ্লাসের ওপর পড়েন তিনি। এতে গ্লাস ভেঙে তার গলায় ঢুকে রক্তক্ষরণ শুরু হয় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুনঃ