গণচেতনা জাগরণে কবিয়াল রমেশ শীল’দের অবদান অনস্বীকার্য
আরজুন নাহারঃ
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল রমেশ শীল’র ৫৫তম প্রয়ান বার্ষিকী স্মরণে এক সাহিত্য সন্ধ্যা গতকাল ২০ এপ্রিল বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি বিজয় শংকর চৌধুরীর সভাপতিত্ব্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ইউএসটিসি’র সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ।

সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কবি আশীষ সেন, দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ হাবিবুর রহমান, শারদাঞ্জলী ফোরাম চট্টগ্রামের সভাপতি অজিত কুমার শীল, আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দী, সাংবাদিক সুজিত কুমার দাশ, সঙ্গীত শিল্পী সংগীতা চৌধুরী, কবি সজল দাশ, কানুরাম দে, কবি রাশিদুল ইসলাম, দিলীপ সেনগুপ্ত, মোঃ শাকুর, সবুজ চৌধুরী রকি। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-যিনি আলোকিত করেছেন চেতনাকে, বোধকে, বিবেককে, সমাজকে, দেশকে সেই হিরন্ময় পুরুষ, রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকপ্রাপ্ত, মান-হুঁশ এর অহংকার, উপমহাদেশ খ্যাত কবিয়ালঘ সম্রাট রমেশ শীল। চেতনায় নিই এই আদর্শ। মনোনিবেশ করি এই কীর্তিমানের অনুশীলন, অনুধ্যানে।

নিউজটি শেয়ার করুনঃ