সীতাকুণ্ড প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০এপ্রিল) সীতাকুণ্ড প্রেক্লাবের ইফতার মাহফিল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আঃলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি।উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, পৌর মেয়র ও পৌর আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দীন রাশেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফা আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরেরচ্ছাফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্ন নেছা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সৌরভ পাল মিঠুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সামছুন নাহার স্বর্ণা, উপজেলা বিএনপি‘র যুগ্ন আহবায়ক জহিরুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি দিদারুল আলম এমপি বলেন, সীতাকুণ্ডে একটি মহিলা কলেজকে সরকারী কলেজে রূপান্তর করেছি, যা চৌদ্দ শতক জায়গার উপর প্রতিষ্ঠিত যেখানে একশ শতক জায়গা ছাড়া হওয়ার কথা নয় সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় সম্পন্ন হয়েছে। একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠিত করেছি, একটি মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠায় জায়গার কাজ সম্পন্ন অচিরেই পরিপূর্ণতা পাবে। আমাদের পারিবারিক অর্থায়নে তাহের মঞ্জুর কলেজ প্রতিষ্ঠা করেছি।সীতাকুণ্ড প্রেসক্লাবের ওয়াল করে দেব বলেছি এ লক্ষ্যে তিন লক্ষ টাকার অনুদান দিচ্ছি, পরে ক্রমান্বয়ে আরো ছয় লক্ষ টাকা দেব। এইভাবে অসংখ্য উদাহারণ-আমি মুখে যা বলি তা রক্ষার চেষ্টা করি আমার কাজগুলি তার প্রমাণ। আমার জন্য দোয়া করবেন যাতে এই ধরণের জনকল্যাণমূলক কাজে আরো বেশী সম্পৃক্ত হতে পারি।

নিউজটি শেয়ার করুনঃ