মানবিক সমাজ গড়ে তুলতে মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে হবে
রাউজান উপজেলা প্রতিনিধিঃ
লায়নস্ ক্লাব অব চিটাগং সেন্ট্রাল রাউজান এর উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক সমাজ গড়ে তুলতে মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে হবে। বক্তারা আরো বলেন, সেবাই লায়নিজমের মূলমন্ত্র, আমরা মানবতার সেবা প্রদানের উদ্দেশ্যে লায়নিজমের সাথে যুক্ত হয়েছি এবং এর মাধ্যমে সকল প্রতিকূলতাকে মোকাবেলা করব। বক্তারা বলেন, মহামারীর প্রকোপ থেকে আমরা এখনো নিরাপদ নই। সামাজিক সচেতনতা ও স্বাস্থ্যবিধি পালনের মাধ্যমে মহামারী প্রতিরোধ করতে হবে। একমাত্র স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে আমরা এর থেকে পরিত্রান পেতে পারি। বক্তারা করোনা ভাইরাসের সংক্রমণের ভয়াবহতা ও এর থেকে প্রতিকারের উপায় সম্পর্কে জনসাধারণকে সচেতন করার উপর গুরুত্বারোপ করেন।নগরীর হালিশহরস্থ হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটি মিলনায়তনে দুঃস্থ মানুষের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়নস্ ক্লাব অব চিটাগং সেন্ট্রাল রাউজান এর প্রেসিডেন্ট লায়ন আমিনুল ইসলাম।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট – ৩১৫, বি৪ এর রিজিয়ন চেয়ারপারসন লায়ন আ.ন.ম ওয়াহিদ দুলাল, জোন চেয়ারপারসন লায়ন ফরিদ আহমেদ, জোন চেয়ারপারসন লায়ন মশিউর রহমান চৌধুরী, লায়নস্ ক্লাব অব চিটাগং সেন্ট্রাল রাউজান এর ভাইস প্রেসিন্ডেট লায়ন এইচ.এম. সোহেল, লায়ন নিজামুদ্দিন ভুঁইয়া, সেক্রেটারী লায়ন কল্লোল দাশ, কোষাধ্যক্ষ লায়ন আফতাব উদ্দিন লিটন, লায়ন কাজী মফিজুর রহমান, লায়ন ফজলুল হক, শাহাবুদ্দিন ভুঁইয়া, রেজাউল করিম ভুট্টো, সংগঠক ইমতিয়াজ আইয়াজ, মোঃ মুছা নবী প্রমুখ। লায়নস্ ক্লাব অব চিটাগং সেন্ট্রাল রাউজান এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ৫০টি দুঃস্থ পরিবারকে ১ সপ্তাহের ইফতার ও খাদ্য সামগ্রী দেয়া হয়।অনুষ্ঠানটি সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হয় এবং সকল অংশগ্রহণকারীদের মাস্ক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ