পথশিশু ও ভাসমান মানুষদের সাথে ইফতার মাহফিল সম্পন্ন
পথশিশু ও ভাসমান মানুষদের সাথে ইফতার মাহফিল সম্পন্ন
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন, পতেঙ্গা বীচ এলাকায় ট্যুরিস্ট পুলিশ পতেঙ্গা জোন’র সদস্য গন কর্তৃক ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রামের সার্বিক সহযোগীতায় ৯৫-৯৭ বন্ধু মহল আয়োজিত পথশিশু ও ভাসমান মানুষদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন পতেঙ্গা বীচ এলাকায় ২২ এপ্রিল, ২০২২ রোজ, শুক্রবার ৯৫-৯৭ বন্ধু মহল আয়োজিত পথশিশু ও ভাসমান মানুষদের সাথে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ট্যুরিস্ট পুলিশ পতেঙ্গা জোন’র সদস্য গন ও পতেঙ্গা বীচ এলাকায় ডিউটিরত পতেঙ্গা মডেল থানা পুলিশসহ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ৯৫-৯৭ বন্ধু মহল সংগঠন’র সদস্য গন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ পতেঙ্গা সিবিচ পরিদর্শক ইসরাফিল মজুমদার। তিনি বলেন, রোজা পালনের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সোহার্দতা মায়া, মমতা বৃদ্ধি পায়। তিনি আরও বলেন, এই পবিত্র মাসে মানুষকে সকল রকম অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখে এবং সকলকে সাধ্যমত ইবাদাত বন্দেগি করার জন্য উৎসাহিত করে। প্রকৃতপক্ষে রমজান হলো পূর্বের সকল গুনাহর জন্য ক্ষমা চেয়ে সাচ্চা মুসলমান হয়ে জীবনযাপনের প্রতিজ্ঞা করার মাস। এ মাসের সময়গুলো খুব বেশি বেশি ইবাদত-বন্দেগিতে অতিবাহিত করা উচিত। এই সময় উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।