চট্টগ্রামে ইফতারি সহকারে চলছে “ইফতার গাড়ি”
হোসেন মিন্টুঃ
সিয়াম সাধনার মাস পবিত্র রমজানে রোজাদারদের জন্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা জাবেদুল আযম মাসুদের ইফতারের গাড়ি ঘুরছে চট্টগ্রামের আনাচে-কানাচে। চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শুরু করে, নগরীর লালখান বাজার, টাইগার, সি আর বি, দেওয়ান হাট, মুরাদপুর, ২ নং গেইট, চিটাগাং শপিং কমপ্লেক্স আশে পাশে ও মিমি সুপার মার্কেট সংলগ্ন এলাকায় এই ইফতার গাড়ি প্রদক্ষিণ করে রোজাদার দের মাঝে ইফতার বিতরণ করে। পবিত্র এ রমজান মাসে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জাবেদুল আযম মাসুদ বলেন, আমাদের লক্ষ্য রাখতে হবে প্রতিবেশীদের প্রতি, খাদ্যোভাবে কিংবা অন্যকোনো ভাবে কেউ যদি কষ্টে থাকে তার পাশে দাড়ান, তাকে সাহায্য করবেন।

কতিপয় অসাধু ব্যবসায়ী যারা এই রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি করে তাদের ব্যবসায়ী বলা যায় না। তারা এই সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। তারা সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। আপনারা তাদের প্রতিহত করুন। শেখ হাসিনার সরকারের কঠোর নজরদারির ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন কমে এসেছে। ইফতার গাড়ি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ কালে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সোলায়মান খান নয়ন, আজগর আলী মিন্টু, আমির হোসেন আমু, নুরুল আলম, নজরুল ইসলাম সুমন, সুজিৎ চৌধুরী, রুমন করিম, মোজাম্মেল হক, এস এম সালাহ্উদ্দিন সামির, শহীদুল্লাহ্ টিপু, মহানগর ছাত্রলীগ নেতা মোঃ শাহীন, মাহমুদ, ইন্তেখাব, নুরুদ্দীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ