শেখ জামালের মুখোমুখি হবে উত্তর বারিধারা ক্লাব
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আগামীকাল রবিবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মাঠে নামবে শেখ জামাল ও উত্তর বারিধারা ক্লাব। শেখ জামাল পূর্ণ তিন পয়েন্টের জন্য মাঠে নামলেও ইনজুরিতে জর্জরিত উত্তর বারিধারা ক্লাব ড্র নিয়েই সন্তুষ্ট থাকাতে চাচ্ছে। জানাগেছে, বাংলাদেশ প্রিমিয়ায় লীগ ফুটবলে আগামীকাল রবিবার বিকাল সাড়ে তিনটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শক্তিশালি শেখ জামালের মুখোমুখি হবে উত্তর বারিধারা ক্লাব। ম্যাচে পূর্ণ পয়েন্ট নিতে ঘাম ঝড়ানো অনুশীলন করে নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসি এর শির্ষরা। আগামী ম্যাচে নিজেদের সেরা দিয়ে জয় নিয়েই মাঠ ছাড়তে চায় তারা। এদিকে শক্তিশালী শেখ জামালের সাথে প্রতিদ্ধন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে অনুশীলনে ঘাম ঝড়িয়েছে কোচ নাসির হোসেনর শির্ষরাও। তবে দলে ইনজুরির প্রভাব থাকায় বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড় ছাড়াই মাঠে নামতে হচ্ছে উত্তর বারিধারাকে। তরপরে ভাল খেলা উপহার দিতে চায় উত্তর বারিধারা।

শেখ জামালের কোচ জোসেফ আফুসি বলেন, আমাদের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। ম্যাচে আমার ছেলেরা জয়ের জন্যই খেলবে। এই ম্যাচের তিন পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দলে ইনজুরির তেমন কোন সমস্যা নেই। আমরা ভাল খেলা উপহার দিতে চাই। উত্তর বারিধারার কোচ নাসির হোসেন, আমাদের শিবিরে ইনজুরীর হানা দিয়েছে। ইনজুরীর কারনে তিনজন বিদেশী খেলোয়ার ম্যাচের বাইরে থাকবে। আমরা শেখ জামালের সাথে ড্র করে অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরতে চাই।

নিউজটি শেয়ার করুনঃ