ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার শুভ সূচনা
হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২৪ এপ্রিল মহিলা কমপ্লেক্স মাঠে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিসিবির পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লি: এর পক্ষে সহকারী ভাইস প্রেসিডেন্ট (হেড অব ব্রাঞ্চ, প্রবর্তক) মো: আসিফ সোবহান।

সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবর এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও মোহাম্মদপুর পাকলিক স্কুল অ্যান্ড কলেজ এর ক্রীড়া শিক্ষকবৃন্দ প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চট্টগ্রামের স্কুল সমূহ বিশেষ করে সরকারী স্কুল সমূহের ক্রীড়া শিক্ষকবৃন্দ খেলাধুলায় অংশগ্রহণের অনিহা প্রকাশ করে, যা খুবই দু:খজনক। চট্টগ্রামের স্কুল সমূহের ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করে সে দিকে স্কুল সমূহের ক্রীড়া শিক্ষকবৃন্দ নজর দিবেন, এই প্রত্যাশা করেন তিনি। খেলার ফলাফল, উদ্বোধনী খেলায় নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ৮ উইকেটে মোহাম্মদপুর পাকলিক স্কুল অ্যান্ড কলেজ কে পরাজিত করে প্রতিযোগিতায় শুভ সূচনা করে।

নিউজটি শেয়ার করুনঃ