গরীব ও দুস্থদের জীবনমান উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসতে হবে
ফটিকছড়ি উপজেলা প্রতিনিধিঃ
ধনী-গরিব বলে কোনো বিশেষ শ্রেণির আলাদা মর্যাদা নেই। বরং যারা গরিব ও সুবিধাবঞ্চিত দেশ ও সমাজে তাদেরই বেশি মর্যাদা পাওয়া উচিত। গরিবদের শ্রমে-ঘামে দেশ টিকে আছে। তাদের কারণে অর্থনীতি সচল থাকছে। তাই দরিদ্রদেরকে পেছনে ঠেলে দেয়ার সুযোগ নেই। বক্তারা আরো বলেন, ফটিকছড়ি তাজেদারে মদিনা ফোরাম (ওমান) ধর্মীয় ও মানবিক কাজে সক্রিয় রয়েছে। বিত্তবানদেরকে গরিব দুস্থ মানুষের জীবনযাত্রার উন্নয়নে দুই হস্তকে প্রসারিত করার আহ্বান জানান বক্তারা। ২৪ এপ্রিল রবিবার সকালে ফটিকছড়ি বিবিরহাট সানমুন কনভেনশন হলে ফটিকছড়ি তাজেদারে মদিনা ফোরাম (ওমান) এর উদ্যোগে দুই শতাধিক পরিবারে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে বক্তারা এসব কথা বলেন। ফোরামের সভাপতি নাছের আহমেদ লিপুর সভাপতিত্বে ও মাস্টার আমানের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলোয়াত করেন সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ শরিফ উদ্দিন রুকন। নাতে রাসূল (দঃ) পরিবেশন করেন সংগঠনের যুগ্ম সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মুহাম্মদ জয়নাল আবেদীন।

প্রধান আলোচক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল মাসউদ কাদেরী। বিশেষ আলোচক ছিলেন নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী। সংবর্ধেয় অতিথি ছিলেন সংগঠনের দেশীয় সমন্বয়ক মুহাম্মদ বেলাল আহমদ রেজা, করোনাকালীন দাফন-কাফন ও অক্সিজেন সেবা সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় গাউসিয়া কমিটি সুন্দরপুর ইউনিয়ন শাখাকে সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ মহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাকিল শিকদার, নির্বাহি সদস্য মুহাম্মদ বাবলু, গাউসিয়া কমিটি সুন্দরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আমান, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ জামশেদ, ভূজপুর ইউনিয়ন শাখার সদস্য মুহাম্মদ শাহাদাদ হোসেন প্রমূখ।

নিউজটি শেয়ার করুনঃ