চট্টগ্রাম মহানগর যুবলীগের স্বপ্ন সারথী শেখ নাছির আহম্মদ
চট্টগ্রাম মহানগর সংবাদদাতাঃ
চট্টগ্রামের যুব রাজনীতির আইকন ও চট্টগ্রাম মহানগর যুবলীগের স্বপ্ন সারথী শেখ নাছির আহম্মদ। স্বৈরাচার বিরোধী আন্দোলন ও জামাত বিএনপির দুশাসনের সময় মাঠে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য নিরলস ভাবে আন্দোলন সংগ্রাম করেছেন। লোভ লালসার মোহে কখনো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হননি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবসময় আওয়ামী রাজনীতির সাথে সক্রিয়ভাবে কাজ করে গেছেন। পদ-পদবীর কথা চিন্তা না করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশকে গুরুত্ব দিয়ে কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচীগুলো বাস্তবায়ন করেছেন আন্তরিকতার সাথে। দীর্ঘ দিন চট্টগ্রাম মহানগর যুবলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও কোন কিছু পাওয়ার আশা করেন নি। কাজ করে গেছেন নিরবে-নিভৃতে।প্রচার বিমুখ যুবলীগ নেতা শেখ নাছির আহম্মদের জন্ম চট্টগ্রাম জেলা পটিয়া উপজেলার ছনহরা গ্রামে। পিতা মরহুম শেখ বজল আহমদ, মাতা ফাতেমা বেগম। বিবাহিত জীবনে এক ছেলে শেখ তাহফিকা আহমেদ, মেয়ে শেখ আবতাহি আহমেদ, স্ত্রী মর্জিনা আক্তার সেতুকে নিয়ে বর্তমানে নগরীর মেহেদীবাগ ১৫নং বাগমনিরাম ওয়ার্ডে বসবাস করছেন। সংগঠন পরিচিতি, আহ্বায়ক কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখা, সাবেক দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগর (চন্দন ধর-মশিউর রহমান চৌধুরী কমিটি), আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর (সৈয়দ মাহমুদুল হক-চন্দন ধর-শফিক আদনান কমিটিতে কাজ করেছেন)।

চট্টগ্রাম মহানগরের নেতা-কর্মীরা আসন্ন চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটিতে শেখ নাছির আহম্মদকে সভাপতি হিসেবে দেখতে চান। কর্মীদের দাবী এমন একজন নিঃস্বার্থ যুবনেতাকে চট্টগ্রামের মহানগর যুবলীগের সভাপতির দায়িত্ব দেওয়া হলে যুবলীগের রাজনীতির গতিশীলতা বাড়বে। এছাড়াও সৃজনশীল, মননশীল সুস্থধারার রাজনীতির জন্য চট্টগ্রাম মহানগর যুবলীগের রাজনীতিতে শেখ নাছির আহম্মদের বিকল্প নেই। এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরীর হাত ধরে উঠে আসা যুবনেতা শেখ নাছির আহম্মদ মনে প্রাণে মহিউদ্দিন চৌধুরীর রাজনীতিকে অনুসরণ করে আসছেন এবং দীর্ঘসময়কাল এ.বি.এম. মহিউদ্দিনের সাথে চট্টগ্রামের সকল আন্দোলন সংগ্রামে পাশে থেকে কাছে থেকে নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে তুলে ধরেছেন চট্টগ্রামের যুব রাজনীতিতে। নগর রাজনীতির শীর্ষ নেতারা শেখ নাছির আহম্মদকে যুবলীগের সভাপতির পদে মনোয়নে আন্তরিকতার পরিচয় দিবেন বলে রাজনীতির বিজ্ঞ মহল আশাবাদ ব্যক্ত করেন। প্রায় মাঠে ময়দানে সংবাদিকরা যখন থাকেন তখন তাঁকে দেখা যায় কখনও মিছিলে কখনও নেতাকর্মীদের ব্রিফিং কখনও সংগঠনের কর্মকান্ড সাংবাদিক দের ব্রিফিং কখনও সংগঠনের দাপ্তরিক বিষয়ে জনসংযোগে। সংগঠন প্রিয় মানুষটির মূল্যায়নের সময় এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যার কাছে ১টাকা ও নেই যদি সংগঠনের জন্য যোগ্য হয় তাকে আমি নেতা বানাবো। সাংগঠনিক প্রচারেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। সরকারের উন্নয়ন প্রচার করছে অবিরাম কাজ করে চলেছেন।

নিউজটি শেয়ার করুনঃ