মানবিক গুণ ও মনুষত্ববোধে মুসলমানদেরকে উজ্জীবিত হতে হবে
আনোয়ারা উপজেলা প্রতিনিধিঃ
রাসুল (দ.) ও আউলিয়ায়ে কেরামগণের পদাঙ্ক অনুসরণ করে চললে কোথাও অরাজকতা ও হানাহানি থাকবে না। বর্তমানে মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। প্রতিকারে হিংসা, বিভেদভূলে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ কোন প্রকার হত্যা, অরাজকতা কোনটাই ইসলাম সমর্থন করে না। শুধু টাকা উপার্জন নয় মানবিকগুণ ও মনুষত্ববোধে মুসলমানদেরকে উজ্জীবিত হয়ে রাসুল (দ.) ও আউলিয়ায়ে কেরামের মুহাব্বত অন্তরে জাগ্রত করে সৃষ্টির সেরা মানুষের সেবাই নিজেকে নিবেদিত রাখতে হবে। আহলে সুন্নাত ছাত্র পরিষদ আনোয়ারা উপজেলার উদ্যোগে ২৪ এপ্রিল বিকেলে বটতলী ড্রিম ভিউ রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজানর শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ছাত্র পরিষদ আনোয়ারা উপজেলার আহ্বায়ক ছাত্রনেতা মুহাম্মদ আরিফ ম‌ঈন উদ্দিন (মনির)। মুহাম্মদ তারেক আজিজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট তরুণ রাজনীতিবিদ মুহাম্মদ মোকতার জামান। উদ্বোধক ছিলেন হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রহ.) ফাউন্ডেশনের সভাপতি ও আহলে সুন্নাত ছাত্র পরিষদ ৪নং বটতলী ইউনিয়ন শাখার উপদেষ্টা এস.এম মহিউদ্দিন (আনিছ)। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত যুব পরিষদ আনোয়ারা উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রবিউল হাসান, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন, আহলে সুন্নাত যুব পরিষদ ৪নং বটতলী ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক মুহাম্মদ রিমন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন মুহাম্মদ আবদুর রহিম, মুহাম্মদ মিজান, মুহাম্মদ আনসার আবেদীন, কাজী মুহাম্মদ আরফাত, মুহাম্মদ বোরহান উদ্দিন, মুহাম্মদ হাসান সাগর, মুহাম্মদ হায়দার, সৈয়দ মুহাম্মদ আজাদ, মুহাম্মদ জাবেদ, মুহাম্মদ ইরফান, মুহাম্মদ জোবাইর, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ সোহান, মুহাম্মদ মিজান, মুহাম্মদ ইমতিয়াজ, মুহাম্মদ কুতুব উদ্দিন, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ তৌহিদ, মুহাম্মদ আরমান, মুহাম্মদ তোহা প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ