সীতাকুণ্ডে তৃতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর বিতরণের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
মুজিববর্ষে তৃতীয় পর্যায়ে নির্মিত ঘর প্রধানমন্ত্রী কর্তৃক ২৬ এপ্রিল ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে বিতরণের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। সোমবার (২৫এপ্রিল) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে ১৫৬ টি আধা-পাকা ঘর ২শতক জমিসহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে বিতরণ করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন।

তবে প্রাথমিকভাবে সম্পন্ন তৈরীকৃত ছয়টি ঘর মঙ্গলবার তুলে দিবেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, জীবনে তারা কোন দিন কল্পনাও করতে পারেনি একদিন পাকা ঘরে ঘুমাতে পারবেন এবং নিজেরাই জমির মালিক হবেন।জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী রাত দিন অক্লান্ত পরিশ্রমেরই ফসল এগুলো। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আশরাফুল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলমসহ সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ