সুজানগরে লাল তীর পেঁয়াজের কৃষকদের মাঠ দিবস পালিত
পাবনা জেলা প্রতিনিধিঃ
“লাল তীর পেঁয়াজের আসল কাজ, বাম্পার ফলন কড়া ঝাঁজ” শ্লোগান নিয়ে লাল তীর সীড লিমিটেডের আয়োজনে, পেঁয়াজ চাষীদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা মানিক হাট ইউনিয়নের বনকোলা গ্রামে লাল তীর হাইব্রিড জাতের পেঁয়াজ চাষে উৎসাহিত করার লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন, লাল তীর সীড লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন, আর এম মনিরুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তসলিম হোসেন, আলি আকবর, ডিলার আব্দুর রহমান।

মোস্তফা খানের সভাপতিত্বে ও পিডিএস ফিরোজ আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, সন্জু খান, কামরুজ্জামান প্রমুখ। বক্ত্যারা বলেন, লাল তীর হাইব্রিড জাতের পেঁয়াজ ফাটে না, একর প্রতি ফলন ১২ টন হয়, উৎপাদিত পেঁয়াজের বাজার দর বেশি হয়, কড়া ঝাঁজ ও দেশী তাহেরপুরী পেঁয়াজের স্বাদ পাওয়া যায়, এক কন্দ বিশিষ্ট হওয়ায় প্রতিটি পেঁয়াজেই সেরা মানের, চ্যাপ্টা গোলাকার ও দেখতে আকর্ষণীয় তাম্র বর্ণ, প্রতিটি পেঁয়াজের ওজন হয় ৭০-৮০ গ্রাম এছাড়াও সারা বছর সংরক্ষণ উপযোগী, এতে করে কৃষক লাভবান হবে।

নিউজটি শেয়ার করুনঃ