ইফতার ও বস্ত্র বিতরণ সম্পন্ন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন’র
আরজুন নাহারঃ
বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২৬ এপ্রিল রোজ মঙ্গলবার চট্টগ্রাম একাডেমি হলে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলীর পরিচালনায় ও ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বরেণ্য শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড.মোঃ ইফতেখার উদ্দিন চৌধুরী। এই সময় প্রধান অতিথি বলেন, রমজান মাসে মানবতার কাজ করাই হলো শ্রেষ্ঠ ইবাদত। রমজান এমন একটি মাস যার তাৎপর্যের বর্ণনা শেষ করার মতো নয়। তাই আমাদের সকলের উচিৎ এই মাসে বেশি বেশি মানবতার কল‍্যাণে কাজ করা। তিনি আরও বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষে যে বস্ত্র বিতরণ করা হয়েছে তা অত‍্যান্ত প্রশংসনীয় উদ্যোগ।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, ইঞ্জিনিয়ার মোঃ আরফান চৌধুরী আপেল, লায়ন শারমিন সুলতানা মৌ, যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল আলম প্রিন্স, ইপিজেড থানা কমিটির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান, জয়নাব বিবি, ইসফাত জাহান, সাহনাজ বেগম প্রমুখ। এই সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ উক্ত কাজে সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে দুই টাকায় স্কুলের শিশুদের মাঝে ইফতার ও নতুন পোষাক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ