বগুড়ায় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে গ্রেফতার দশ
বগুড়ায় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে গ্রেফতার দশ
বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি সান্তাহার রেলওয়ে থানার অধীনে তিলকপুর স্টেশন এলাকায় কম্পিউটার দোকানে তল্লাশি করে পর্নোগ্রাফি ভিডিও রাখা ও সরবরাহের অভিযোগে ১০জনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে মনিটর, সিপিইউ, হার্ডডিক্স জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের গ্রেফতার করে সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের উপ পরিদর্শক সৈয়দ মামুন বাদি হয়ে সান্তাহার রেলওয়ে থানায় পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া ওই ১০ জন হলো-জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ভাটকুড়ি গ্রামের হিরালাল দাসের ছেলে নিরেন দাস, একই গ্রামের এনামুল হকের ছেলে এখলাছ, ফেরদৌস আলীর ছেলে নাজমুল হোসেন, কানচপাড়া গ্রামের বারেক আলীর ছেলে আব্দুল মজিদ, সেলিম খন্দকারের ছেলে উজ্জল হোসেন, সন্তোষ দেবনাথের ছেলে সঞ্জয় বাবু, কাচারিপাড়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে জাহাঙ্গীর আলম, তিলকপুরের লছিরের ছেলে মহসিন আলী, শবদল পাড়ার কফিল উদ্দিনের ছেলে আব্দুস ছালাম ও বগুড়ার আদমদীঘি উপজেলা লক্ষীকোল গ্রামের মোবারক আলীর ছেলে মহসিন আলী।জানা যায়, আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন তিলকপুর রেলওয়ে স্টেশন এলাকায় বেশ কিছু কম্পিউটার দোকানে পর্নোগ্রাফি ভিডিও রেখে ব্যবসা করে আসছে। এমন সংবাদের ভিক্তিতে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের একটি অভিযানিক টিম সোমবার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে ওই ১০ জনকে গ্রেফতার করেন। এসময় তাদের ব্যবহৃত কপিউটার মনিটর, সিপিইউ, হার্ডডিক্স জব্দ করেন র্যাবের সদস্যরা। সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম মামলা দায়ের নিশ্চিত করে বলেন, মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।